শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০১৩

কুষ্টিয়ায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপের্টার : বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের ২ দফা বাস্তবায়নে দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এসে শেষ হয়। সেখানে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক বাবু সুবীর কুমার ভট্রাচার্য্য এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব সামসুল হক ঠান্টু, আই. ডি. ইবি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক খন্দকার আলমগীর হোসেন, সহ-সভাপতি আ, ন, ম সাবিব ও বাকাছাপ কুষ্টিয়ার আহবায়ক শরীফ প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২ দফা দাবী মেনে নেয়ার আশ্বাস দিলেও তা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। কিছু অসাধু দূর্নীতিবাজ কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতায় ২ দফা দাবী বাস্তবায়ন হচ্ছেনা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে রাজপথ অবরোধ, মিছিল, সমাবেশ অব্যাহত রাখা হবে। বক্তারা বলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে ছিনিমিনি খেলবেন না। ফল শুভ হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন