মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৫, ২০১৪

ষ্টান্ডার্ড চ্যার্টার্ড জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

 

কুষ্টিয়া জিলা স্কুল চ্যাম্পিয়ন ॥ জিকে স্কুল রানার আপ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ষ্টান্ডার্ড চ্যার্টার্ড ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা কুষ্টিয়া জেলা পর্যায়ের চুড়ান্ত পর্বে খেলা সম্পন্ন হয়েছে। গতকাল কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে চুড়ান্ত পর্বের খেলায় কুষ্টিয়া জিলা স্কুল ৩ উইকেটে জিকে মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর এ্যাডঃ অনুপ কুমার নন্দী। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন লাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জহুরুল হক চৌধুরী রনজু। জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খন্দকার ইকবাল মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক খন্দকার সাদাত-উল-আনাম পলাশ, এ্যাডঃ মোসাদ্দেক আলী মণি, নির্বাহী সদস্য খোকন সিরাজুল ইসলাম, মীর আয়ুব ও মোঃ খায়রুল ইসলাম প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ্যাডঃ অনুপ কুমার নন্দী বলেন, ক্রিকেট আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকলদেশকে দখল করে নিয়েছে। সারা পৃথিবীতে চলছে ক্রিকেটের সুবর্ণ সময়। আর এ থেকে পিছিয়ে নেই কুষ্টিয়া জেলা। তিনি বলেন, একজন কৃতি খেলোয়াড় দেশের রাষ্ট্রদূতের সমান কাজ করে। খেলোয়াড়রা অতি সহজেই নিজেকে এবং দেশকে বিদেশের কাছে পরিচিত করাতে পারে। দেশের জন্য অতি সহজেই বয়ে আনতে পারে সুনাম। তাই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আশারাখি তোমরা হাবিবুল বাশার সুমন, আনামুল হক বিজয় ও মোঃ মিথুন আলী’র মতো কৃতি ক্রিকেট খেলোয়াড় হয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করবে এবং কুষ্টিয়ার মুখ আরো উজ্জ্বল করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ খেলার অর্থ প্রদান করায় ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান এ্যাডঃ অনুপ কুমার নন্দী। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। চুড়ান্ত পর্বের এ খেলাটি পরিচালনা করেন এস,এম রাসেল হাসান রাজিব ও মিথুন সরোয়ার। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন