মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৫, ২০১৪

দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় রেজা আহমেদ বাচ্চু

সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাই

আরিফুল ইসলাম, দৌলতপুর ॥ বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি’র) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চ মোল্লা বলেছেন, আওয়ামীলীগের জনপ্রিয়তা শুন্যের কৌঠায় নেমে গেছে শেখ হাসিনা তা বুঝতে পেরেছে। নিরপেক্ষ ভোট হলে আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবে না। তাই শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চাই। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য মানুষের বাক ও মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করতে চাইছে। বাকশালী সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সঙ্গত দাবীকে অগ্রাহ্য করে চলেছে। যার পরিনাম কোন দিনই ভাল হবে না।
গতকাল সোমবার বিকেলে উপজেলার হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। রেজা আহমেদ বাচ্চু উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দৌলতপুর বিএনপির সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গলকে একক প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। তাই মঙ্গল সরকারকে বিজয়ী করতে সকলকে ঐক্যবন্ধভাবে কাজ করার আহবান জানান। কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, মথুরাপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বিল্ল¬াল হোসেন, সহ-সভাপতি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আকবর আলী, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান রুস্তম আলী, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম গেদু, বোয়ালিয়া ইউনিয়ন চেয়ারম্যান খোয়াজ আলী, মরিচা ইউপি চেয়ারম্যান মাহাবুল হক, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান জহুরুল করীম, দপ্তর সম্পাদক শের আলী সবুজ, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব আলী, সাধারন সম্পাদক সেন্টু মেম্বর, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আতাউর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুন্তাজ, সহ-সভাপতি মাহাবুল মাষ্টার, উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি এবিএম হাসানুজ্জামান বাবলু, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন ভিপি, সাধারন সম্পাদক ফরজ উলল¬াহ, উপজেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক শামিম, সাধারন সম্পাদক সেলিম রেজা, দৌলতপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিপন প্রমুখ। সকালে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চুর হাতে ফুল দিয়ে বৈরাগীরচর এলাকার আওয়ামীলীগ নেতা ইজাল হকের নেতৃত্বে দুই শতাধিক আওয়ামীলীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন