বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০১৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া সরকারী কলেজে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষে আহত-৫

ষ্টাফ রিপোপটার : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া সরকারী কলেজের ছাত্রলীগের দু’গ্রপের সংষর্ঘে ৪ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কলেজ ছাত্রলীগের একাংশের নেতা আরশেদ আলীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি কলেজ চত্বর প্রদিক্ষণ করে কলেজ ক্যান্টিনের সামনে এসে সমাবেশে মিলিত হলে কলেজ ছাত্রলীগের অপর গ্র“পের নেতা অন্তর ও কোয়েলের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা হাসুয়া, লাঠি-শোটা ও ইট পাটকেল নিয়ে হামলা চালায়। এসময় আরশেদ আলীর গ্র“পের কর্মী আশিক, বিপ¬ব, মিরাজ ও শুভসহ অন্তত ৫ জন মারাত্মক আহত হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন