বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০১৪

খোকসার শোমসপুর আমবাড়িয়া গোপগ্রামে চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেনের পক্ষে গনসংযোগ


ভয়ভীতির উর্দ্ধে থেকে ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে অন্যায় অত্যাচারের জবাব দিতে হবে-------সৈয়দ মেহেদী আহমেদ রুমী

৫ জানুয়ারীর একতরফা প্রহসনের নির্বচনের মাধ্যমে ক্ষমতায় আসা এই অবৈধ আওয়ামী সরকারকে বাংলাদেশের জনগণ আর চায় না। একারেন ২৭ তারিখের উপজেলা নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে জনগণ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই সকল প্রকার ভয়ভীতির উর্দ্ধে থেকে ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে অন্যায় অত্যাচারের জবাব দিতে হবে। তিনি বলেন, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর সন্ত্রাসীরা উপজেলা বিভিন্ন ইউনিয়নে রাতের আধারে সাধারণ ভোটারদের উপর হামলা নির্যতন করে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে। গতকাল খোকসার শোমসপুর,আমবাড়িয়া ও গোপগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে গনসংযোগকালে এসব কথা বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, কুষ্টিয়া জেলা ১৯ দলীয় ঐক্যজোটের আহ্বায়ক ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এসময় তিনি আরো বলেন, আমরা জনগনের সমর্থন করে রাজনীতি করি। জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হই। কিন্তু আওয়ামী সরকার পার্শ্ববর্তি দেশের ইশারায় মানুষের ভোটাধিকার হরণ করে বিনা প্রতিদ্বদ্বিœতায় ১৫৩ জন এমপি নির্বাচিত করেছে। তিনি আওয়ামী সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর কথা উল্লেখ করে বলেন, আপনি ্আমাদের নেতাকর্মীদের নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। আপনি যদি এতই জনপ্রিয় হোন তাহলে ভয়ভীতি দেখানোর দরকার কি। আপনি ভালোভাবে মানুষের কাছে গিয়ে ভোট আদায় করেন। এসময় আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ১৯ দল সমর্থিত নাগরীক সমাজের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আমজাদ আলী, কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড.গোলাম মহম্মদ, জেলা বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক আল আমিন কানাই, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, খোকসা থানা ছাত্রদলের সভাপতি আব্দুল আলিম, কুষ্টিয়া শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন প্রমুখ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন