মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৪

কাজী আরেফ হত্যা মামলার স্বাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত মামলার রায় কার্যকর করতে হবে , মাহাতাব উদ্দিন লাদেন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ নং আড়িয়া ইউপির কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৯৯৯ সালের ১৬ ফেব্র“য়ারী সন্ত্রাস বিরোধি জনসভায় বক্তৃতা চলাকালে জাতীয় পাতাকার রূপকারক মুক্তিযুদ্ধের মহান সংগঠক জাতীয়বীর কাজী আরেফ আহম্মেদ সহ ৫ জন জাসদ নেতাকে যুদ্ধঅপরাধিদের মদদে সন্ত্রাসীরা জনসভা মঞ্চ ঘিলে ব্রাশফায়ার করে নির্মম ভাবে হত্যাকরেছিল। গতকাল রবিবার ছিল ১৫তম মৃত্যু বার্ষিকী। কাজী আরেফ আহম্মেদ সহ ৫ জন জাসদ নেতা হত্যা মামলার প্রধান ও গুলিবিদ্ধ স্বাক্ষী মাহাতাব উদ্দিন লাদেন এক বিবৃতিতে বলেন ১৫ বছর পার হয়ে গেল এখন কাজী আরেফ আহম্মেদ সহ ৫ জন জাসদ নেতা হত্যা মামলার বিচার ও রায় কার্যকর হয়নি। পলাতক চারজন ফাঁসীর আসামী মান্নান মোল্লাসহ কাওকে
গ্রেফতার করা হয়নী স্বাক্ষীরা হুমকির মুখে এদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নী। তিনি আরও বলেন কাজী আরেফ হত্যা মামলার পলাতক আসামীদের গ্রেফতার দ্রুত রায় কার্যকর ও স্বাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত এবং যুদ্ধ অপরাধিদের বিচারও দ্রুত রায় কার্যকর করতে হবে। লাদেন আরও বলেন ঐমঞ্চে যারা গুলিবিদ্ধ পক্ষ অবস্থায় বেঁচে আছে তাদের সহ নিহত নেতাদের ছেলে মেয়েদের চাকুরীর ব্যবস্থা ও আর্থিক সাহায্যর ব্যবস্থা সরকার ও সরকারের মন্ত্রিদের করতে হবে। আহত ব্যক্তিরা হলেন মাহাতউদ্দিন লাদেন, আজিজুলহক, মোশাররফ হোসেন কাশেদ আম, হেলাল সহ অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন