মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৪

৫ দফা দাবি পূরনের সর্বোচ্চ প্রতিশ্র“তি ইবি ছাত্রদলের ধর্মঘট বুধবার পর্যন্ত স্থগিত

রাশেদুন নবী রাশেদ, ইবি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৫ দফা দাবি আদায়ে ডাকা আগামী ১৮ ও ১৯ ফেব্র“য়ারী ধর্মঘট স্থগিত করেছে। দাবি পুরনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ প্রতিশ্র“তির প্রেক্ষিতে এ ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক জানিয়েছেন। বুধবারের মধ্যে দাবি পুরণ না করা হলে শনিবার থেকে লাগাতার ধর্মঘট। জানা যায়, গত ১৫ ফেব্র“য়ারী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল প্রেস কর্নারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবি আদায়ে ১৮ ও ১৯ ফেব্রুয়ারী ধমঘটের ডাক দেয়। কিন্তু গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ছাত্রদল নেতাকর্মীদের সাথে বৈঠকে বসেন। এসময় তারা প্রক্টরকে তাদের ৫ দাবি আদায়ে ও ধর্মঘট কর্মসুচি বাস্তবায়নে অটল থাকার কথা জানান। পরে প্রক্টর ও বিশ্ববিদ্যালয়
প্রশাসন তাদের দাবিগুলো পুরনের সর্বোচ্চ প্রতিশ্র“তি দিলে একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে তাদের ধর্মঘট কর্মসুচি স্থগিত ঘোষনা করেন। পরে সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে ধর্মঘট স্থগিতের কথা জানান। আগামী বুধবারের মধ্যে তাদের দাবী গুলো পুরন না হলে আগামী ২০ফেব্র“য়ারী সাংবাদিক সম্মেলন করবে এবং ২২ ফেব্রুয়ারী থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন