মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৪

খোকসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মীর নামে মামলা অদৃশ্য কারণে তথ্য দিতে নারাজ পুলিশ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আমজাদ আলীসহ অর্ধশতাধিক বিএনপি ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দের নামে মামলা দায়ের করা হয়েছে।বিশ্বত সূত্রে জানা গেছে, সম্প্রতী শোমসপুর বাজারের একটি ঘটনাকে কেন্দ্র আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সদর উদ্দিন খানের ছোটভাই আব্দুর রহিম খান বাদী হয়ে মামলাটি দায়ের করেছে । দন্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের কৃত মামলার নং ২, তাং ১৭/০২/১৪ ইং।
অদৃশ্য কারণে খোকসা থানার অফিসার ইনচার্জ জালাল মামলার তথ্য দিতে গড়িমসি করছে। কতজনের নামে মামলা হয়েছে, মামলার প্রধান আসামী কে তাও তিনি বলেননি। তিনি থানার বকশী রাকিবুলের সাথে যোগাযোগ করতে বললে রাকিবুলের ফোনটি বন্ধ পাওয়া যায়।উল্লেখ্য যে ঘটনাটি কেন্দ্র করে মামলাটি দায়ের করেছে সেই ঘটনায় বিএনপির
১০ নেতাকর্মী আহত হয়েছে এবং বিএনপি সমর্থিত দুই কর্মীর মোটরসাইকেল ভাংচুর করেছে। পুলিশ সেখানে উপস্থিত ছিলেন। পরে র‌্যাব-১২ এর উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে অবস্থার শিথিল করেন। এ ঘটনায় উল্টো আওয়ামীলীগের পক্ষ থেকেই মামলা দায়ের নিয়ে জনমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন