মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৪

কুমারখালী কয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আনছার প্রামাণিকের পক্ষে গণসংযোগ ও পথসভা

জনগণের আন্দোলনের জোয়ারেই এই অবৈধ সরকারের বিদায় নিশ্চিত হবে--------- সৈয়দ মেহেদী আহমেদ রুমী  

আব্দুম মুনিব : কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী কুমারখালী পৌর সভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামানিকের মোটর সাইকেল প্রতিকের পক্ষে উপজেলার কয়া ইউপিতে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী ইউনিয়নের খলসেদহ, সুলতানপুড়, বেড়কালুয়া, উত্তর কয়া, বাড়াদি, গট্টিয়া, বানিয়াপাড়া, কালুয়া বাজার, কয়া বাজার, বিল্লাল উদ্দিন আলিম চেয়ারম্যান স্বৃতি সংসদসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব গণসংযোগ ও পথসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, একদলীয় বাকশালী শাসনের পরিণতি কী হয়, তা হয়তো আওয়ামী লীগের স্মৃতি থেকে মুছে গেছে। জনগণের ওপর নিরন্তর পৈশাচিক আক্রমণ ও বর্বরতার জবাব আওয়ামী লীগকে উপজেলা নির্বাচনের মাধ্যমে দিতে হবে।তিনি বলেন, অবৈধ সরকারের নির্মম এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসী যখন সোচ্চার, তখন তারা আরও বেপরোয়া ও উন্মত্ত হয়ে উঠেছে। তিনি বলেন, বিরোধী দলের ওপর পাশবিক আক্রমণ চালিয়ে চিরকাল ক্ষমতা আঁকড়ে রাখার লক্ষ্যে সরকারের অদূরদর্শী ও ন্যক্কারজনক সব কর্মকান্ডের বিরুদ্ধে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। জনগণের আন্দোলনের জোয়ারেই এই অবৈধ সরকারের বিদায় নিশ্চিত হবে। তিনি বলেন, বিগত ৫ বছরে কুমারখালীর মানুষ কোন উন্নয়নের মুখ দেখেনি। লুটপাট করার জন্য এই অবৈধ সরকার ৫ জানুয়ারী একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তিনি আরো বলেন, সংসদ নির্বাচনে ১৯ দল নির্বাচন বর্জন করেছিলো কিন্তুু আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় নির্বাচনে পূর্বের মত এবারো বিএনপিসহ ১৯ দল অংশ নিয়েছে। তাই আগামী ২৭ ফেব্রুয়ারী কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিকের মোটর সাইকেল মার্কায় বিপুল ভোটে জয়ী করার জন্য নেতাকর্মীদের ঘরে ঘরে ভোট চাওয়ার আহবান জানান।পথসভা আরো 
বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম আনছার প্রামানিক। কয়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিচালনায় পথসভা গুলিতে সভাপতিত্ব করেন কয়া ইউপি বিএনপির সভাপতি শেখ মজিবর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি এ্যাড.গোলাম মহম্মদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন, কুমারখালী থানা জামাআতের সেক্রেটারী মোঃ কামারুজ্জামান মিয়া, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুল মান্নান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সামসুজ্জাহিদ, ক্রিড়া বিষয়ক সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, সদকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, থানা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রিপন, থানা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোশফেকুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সম্পাদক হারুনর রশিদ হারু বিএনপি নেতা ওহিরুদ্দিন মালিথা, ইউপি জামাতের আমির মনিরুল ইসলাম,বিএনপি নেতা হাজী বাশার, বিএনপি নেতা আতর আলী শেখ , তৈয়ম, যুব নেতা বিল্লাল হোসেন, ইউনুস আলী,বাবুল, বকুল মেম্বার,এলিম মেম্বার, রাশেদুল মেম্বার, যুবনেতা আব্বাস উদ্দীন,আতিয়ার রহমান, আজিবুর রহমান, জাহাঙ্গীর , আসলাম, আতিয়ার , মামুন , আকাদ্দেস, ছাত্রনেতা ইকবাল ,এনামুল সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও ১৯ দলীয় জোটের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। এদিকে বিল্লাল উদ্দিন আলিম চেয়ারম্যান স্বৃতি সংসদ আয়োজনে পথসভায় নেতাকর্মীরা পৌছালে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জমির এবং চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম আনছার প্রামানিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আল আমিন রাব্বী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন