বৃহস্পতিবার, মার্চ ০৬, ২০১৪

কুমারখালীর কয়া ইউপি চেয়ারম্যান বাচ্চু হত্যাকান্ডে ১২ জনের যাবজ্জীবন কারাদন্ড


ষ্টাফ রিপোটার : কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামিল হোসেন বাচ্চু হত্যা মামলার রায়ে ১২জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যূনাল আদালত এবং একই সাথে এবং ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য ২৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আখতার হোসেন এই রায় প্রদান করেন। রায়ে দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইব্রাহিম, হাবিল, শামীম, ইসলাম, জিয়া, ডাবলু, শাহেদ, জাহাঙ্গীর ওরফে বাবু, রাজ্জাক, আরিফ খান মিঠু, মানিক ও মুকুল হোসেন। এদের মধ্যে মানিক ও ইসলাম নামের দুই ব্যক্তি পলাতক রয়েছেন। ২০০৯ সালের ২৫ জুলাই বিকেলে কুমারখালীর কয়া গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীরা জামিল হোসেন বাচ্চুকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় মামলার বাদী নিহত জামিল হোসেন বাচ্চু’র ছোট ভাই জিয়াউল ইসলাম স্বপন ১০জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরে ৩৫জনকে আসামী করে মামালার চার্জশীট দাখিল
করা হয়। দীর্ঘ শুনানী শেষে বুধবার ৩৫ জন আসামীর মধ্যে ১২জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন বিচারক। মামলার বাদী জিয়াউল ইসলাম স্বপন রায়ে অসন্ত্রোস প্রকাশ করে বলেন, প্রত্যাশা অনুযায়ী মামলার রায় হয়নি। আমাদের আশা ছিল সকলের ফাঁসির রায় হবে। তবে অধিকতর শাস্তির লক্ষে উচ্চ আদালতে আপিল করার কথাও বলেছেন তিনি। আসামী পক্ষের আত্মীয় স্বজন রায়ের প্রতিক্রিয়ায় জানান, আমরা ন্যায় বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন