বৃহস্পতিবার, মার্চ ০৬, ২০১৪

সন্ত্রাসীদের হামলায়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মুশফিক গুরুতর আহত : ঢাকা -পাবনা মহাসড়ক অবরোধ : যানচলাচল বন্ধ : গাড়ী ভাংচুর 

পাবনা সংবাদদাতা : গতকাল বুধবার বিকেলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মুশফিকুর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে বহিরাগত সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা তাৎক্ষনিক ঢাকা -পাবনা মহাসড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। ছাত্ররা ১০/১২ টি গাড়ী ভাংচুর করে। এ রির্পোট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে ৫টার দিকে ক্লাশ শেষ করে পাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ড. মুশফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের বাসে উঠার জন্য পায়ে হেটে যাচ্ছিলেন। এ সময় ৫/৬ জনের একদল সশস্ত্র বহিরাগত সন্ত্রাসী তার উপর হামলা চালায় এবং চাপাতি দিয়ে এলোপাতারী কোপায়। আশংকাজনক অবস্থায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ
হামলার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা তাৎক্ষনিক ঢাকা -পাবনা মহাসড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ রির্পোট লেখা (সন্ধ্যাা ৭টা) পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: কামরুজ্জামান বার্তা সংস্থা পিপ‘কে বলেন, কি কারণে হামলা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সন্ধ্যা ৭টায় আমরা শিক্ষক সমিতির সভা ডেকেছি। সভায় পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে। পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বার্তা সংস্থা পিপ‘কে বলেন, হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ছাত্রলীগের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে কয়েকটি গাড়ী ভাংচুর করে বলে তিনি জানান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন