বৃহস্পতিবার, মার্চ ০৬, ২০১৪

বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের বার্ষিক ওয়াজ মাহফিল শুরু

প্রত্যেক মুসলমান নগ নারীর উপর দ্বীনি জ্ঞান অর্জন ফরজ

আশরাফুল ইসলাম ॥ বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের উদ্যোগে ৩দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল ৫মার্চ হতে শুরু হয়েছে। কুষ্টিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত মাহফিলে ১ম দিন সভাপতিত্ব করে স্বরূপদহ দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাও: ইব্রাহীম হোসাইন কাসেমী। বয়ান পেশ করেন ঢাকা থেকে আগত বিশিষ্ট মাও শামছুল হক রহমানী। মাওঃ আবুল কাশেম আশরাফী বলেন, দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মূসলমান নর নারীর উপর ফরজ। দ্বীনের জ্ঞান না থাকার কারণে আজ সমাজে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশ্বনবীর সময়ে একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পর সর্বপ্রথম তাকে তালিম ও তরবিয়ত শিখতে হতো। তাই ছোট্ট বেলায় সর্বপ্রথম প্রত্যেক ছেলে মেয়েকে ইলম শিক্ষা দিতে হবে। এরপর দুনিয়ার জ্ঞান নিতে পারবে। মাওঃ শামছুল হক রহমানী বলেন, ইসলাম ধর্ম একটি পূরনাঙ্গ জীবন বিধান। জীবনের এমন কোন দিক বা বিভাগ নেই, যা সম্পর্কে আমাদের ধর্মে বিধান নেই। ইসলামের চর্চা না থাকার কারণে সমাজে যত অশান্তি দেখা দিয়েছে। ইসলামের বিধান প্রতিষ্ঠার জন্য জান ও মাল দিয়ে চেষ্টা করতে হবে।এছাড়া ওয়াজ
পেশ করেন উলামা পরিষদের কোষাধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল খালেক।মাহফিল পরিচালনা করেন উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আব্দুল উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আব্দুল লতিফ খান।আজ ৬ মার্চ দিনে বয়ান পেশ করবেন ঢাকা থেকে আগত বিশিষ্ট মোফাচ্ছের কোরআন মাওঃ খালিদ সাইফুল্লাহ আইয়ুবী মুফতি খলিলুর রহমান।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন