বৃহস্পতিবার, মার্চ ০৬, ২০১৪

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মানোন্নয়নে সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা

ষ্টাফ রিপোটার : ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা খাতে সাফল্য ও ভবিষ্যৎ মানোন্নয়নে সাংবাদিক ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আাজিজুন নাহার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার সাবেক সিভিল সার্জন ডাঃ আবু দাঊদ, কুষ্টিয়া জেলার তথ্য অফিসার তৌহিদুজ্জামান, হাসপাতালের জেনারেল কনসালটেন্ট ডাঃ মান্নান, কনসালটেন্ট ডাঃ রতন পাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, জ্যোতি ডেভল্পেমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দা হাবিবা, হাসপাতালের খাদ্য সরবরাহকারী সাজ্জাদ হোসেন সবুজ প্রমুখ।সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, স্বাস্থ্য অধিদপ্তরের সেবা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার পেয়েছে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। জেলা সদর জেনারেল হাসপাতাল হাসপাতাল ক্যাটাগরীতে খুলনা বিভাগের ১ম এবং সারাদেশের মধ্যে ২য় স্থান লাভ করায়
এই কৃতিত্ব সবার। আগামীতে সারা দেশের মধ্যে প্রথম স্থান হওয়ার জন্য আরো ভালো স্বাস্থ্য সেবা নিশ্চিত করাতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন। এছারা ২৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন অতিরিক্ত রোগীকে সেবা দিতে হিমশিন খেতে হয়। হাসপাতালে ডাক্তার,নার্স, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী সংকটের কারনে নানা রকম প্রতিবন্ধকতা সত্বেও সেবা কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। আর একারনে হাসপাতালের উন্নয়নে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়। এসময় জেরার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্্র মিডিয়ার সাংবাদিকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন