শুক্রবার, মার্চ ০৭, ২০১৪

“নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ বুঝতে পেরেছে তারা জনবিচ্ছিন্ন”

নব নির্বাচিত খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে মেহেদী রুমীকে ফুলেল শুভেচ্ছা


ষ্টাফ রিপোটার : খোকসা উপজেলা নির্বাচনে নব নির্বাচিত ১৯ দলীয় জোটের ভাইস চেয়ারম্যান ডাঃ আবু বক্কর সিদ্দিক ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণাবাসন সম্পাদক জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যলয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় মেহেদী আহমেদ রুমী বলেন, আওয়ামী লীগ অতীতেও ক্ষমতায় গিয়ে একদলীয় শাসন কায়েম করেছিল। কিন্তু তারা সফল হয়নি। এবারো তাদের একদলীয় শাসন জনগণ মানবে না। তিনি বলেন, দেশে বর্তমানে কোন বৈধ সরকার নৈই। এই সরকার অবৈধ। তাই তারা ক্ষমতায় থাকার জন্য জাতিকে বিভ্রাšত্ম করছে। তারা আসলে মানুষে শান্তি চায় না। তারা শুধু মিথ্যাচার চালিয়ে দেশে হানাহানি ও সংঘাতের পরিবেশ
সৃষ্টি করতে চায় সরকার।তিনি আরো বলেনে, জনগণের উপর অত্যাচার করে জুলুমবাজ এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমাদের এ আন্দোলন জনগণের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম। তিনি বলেন, উপজেলা নির্বাচনে সারাদেশের মত কুমারখালী ও খোকসাতে দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জাল ভোট, ভোট ডাকাতি, ভোট কারচুপি সর্বপরি ভোট জালিয়াতি করে ১৯ দলীয় জোটের চেয়াম্যান প্রার্থীদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। সময়মত এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলে তিনি জানান।তিনি বলেন, একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে এবং উপজেলা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে তারা জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এজন্য তারা জনগণের বিরুদ্ধে হামলা, মামলা ও হয়রানি করে দেশে অশান্তি ছড়িয়ে দিচ্ছে।এসময় আরো উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, সহসভাপতি মুন্সি রশিদ রেজা বাজু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফরুজ্জামান মিন্টু, থানা জামায়াতের সেক্রেটারী মুক্তার চৌধুরী, গোপগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফি আলম, গোপগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালম আজাদ, থানা যুবদলের সহসভাপতি মোস্তফা সালাম, থানা সেচ্ছা সেবক দলের সহসভাপতি শফিকুল ইসলাম, থানা শিবিরের সভাপতি প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন