শুক্রবার, মার্চ ০৭, ২০১৪

যশোর ট্যাজেডির স্মরনে উদীচীর পুষ্পমাল্য অর্পন


১৯৯৯ সালে ৬ মার্চ বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ১২ তম জাতীয় সম্মেলনে বোমা হামলায় নিহতদের স্মরনে উদীচী শিল্পী গোষ্টী কুষ্টিয়ার উদ্যোগে রাম-রতন, শাহ-আলম চত্বরে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজানিয়ে পুষ্প মাল্য অর্পন করা হয়। পুষ্প মাল্য অর্পন শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পুষ্প মাল্য অর্পন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি কমরেড, রফিকুল ইসলাম। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি খোকন সিরাজুল ইসলাম, সঙ্গিত শিল্পী আবুসিদ্দিকি ও উদীচী কুষ্টিয়ার সাধারণ সম্পাদক, সমর রায়। উপস্থিত ছিলেন মানবাধিকার নট্য পরিষদের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশে পুনরায় সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। অচিরেই এই অবস্থার পরিবর্তন না হলে
আরও প্রগতিশীল আন্দোলনের নেতৃত্বের রক্ত ঝরবে তাদের হাতে সেই সাথে বক্তারা উদীচী যশোর হত্যা কান্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অচিরেই এই হত্যা কান্ডের বিচার সম্পন্ন করে দোষিদের দৃষ্টান্তমূলক সাজা চান। উল্লেখ্য যশোর বোমা হামলায় কুষ্টিয়া শিল্পী রাম-রতন ও শাহ আলম মৃত্যুবরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন