শুক্রবার, মার্চ ০৭, ২০১৪

কুষ্টিয়া জেলা ২য় কিউট মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন

মহিলা হ্যান্ডবলে কুষ্টিয়া একদিন ইতিহাস গড়বে

- ডিসি সৈয়দ বেলাল হোসেন

হাওয়া ডেস্ক ॥ কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা ও পরিচালনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিঃ (কিউট) ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এর সহযোগিতায় কুষ্টিয়াতে ৩দিনব্যাপী “কুষ্টিয়া জেলা ২য় কিউট মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৪” এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া স্টেডিয়ামে নব-নির্মিত হ্যান্ডবল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দ বেলাল হোসেন। হ্যান্ডবল উপ-পর্ষদের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক খন্দকার সাদাত উল আনাম পলাশ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বদরুদ্দোজা ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দী।প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ বেলাল হোসেন বলেছেন, মহিলা হ্যান্ডবলে কুষ্টিয়া একদিন ইতিহাস গড়বে। কুষ্টিয়ার মহিলা হ্যান্ডবল খেলোয়াড়রা যথেষ্ট অগ্রসর হয়েছে। এভাবে চলতে থাকলে অবশ্যই আমাদের খেলোয়াড়রা একদিন সফলতা পাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারবে। তিনি বলেন, খেলোয়াড়রা দেশের সম্পদ। খেলোয়াড়রাই পারে দেশকে অতি সহজে বিশ্বদরবারে পরিচিত করাতে। ইতোমধ্যে ক্রিকেটারদের জন্য বাংলাদেশ বিশ্বদরবারে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে। তাই আশারাখি আজকের এই খেলোয়াড়দের মাধ্যমে আমরা একদিন নতুন ভাবে পরিচিত পাবো। জেলা প্রশাসক বলেন, কুষ্টিয়াতে ব্যাপকভাবে ইভটিজিং বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে এর মাত্রা অনেক কম। আশারাখি প্রতিটি অভিভাবক যদি তাদের সন্তানদের প্রতি নজরদেন তাহলে এর থেকে আমরা কুষ্টিয়াবাসী রেহায় পাবো। প্রধান অতিথি এই প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজক ও যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জনান। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সৈয়দ বেলাল হোসেন। হ্যান্ডবল উপ-পর্ষদের সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ খায়রুল ইসলাম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন লাবলু। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে খেলার মাঠ সাজানো হয়েছিল বর্ণিল
সাজে। বিভিন্ন স্কুল থেকে আগত স্কাউট সদস্যদের সু-সজিত মহড়ায় মাঠ হয়ে উঠেছিল উৎসবমুখর। জাতীয় সংগীতের তালে-তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ৩দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এ সময় দলীয় পতাকা উত্তোলন করেন স্ব-স্ব দলের প্রতিনিধিগণ। উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনের পর কুষ্টিয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থা বনাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার খেলার মধ্যদিয়ে উদ্বোধনী খেলার সুচনা হয়। ৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার ৮টি দল অংশগ্রহণ করছে। এরা হচ্ছেÑ কুষ্টিয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া পৌরসভা মহিলা হ্যান্ডবল দল, কুমারখালী উপজেলা ক্রীড়া সংস্থা, খোকসা উপজেলা ক্রীড়া সংস্থা, দৌলতপুর উপজেলা ক্রীড়া সংস্থা ও মিরপুর উপজেলা ক্রীড়া সংস্থা। আগামী ৮ মার্চ শনিবার এ প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন