শুক্রবার, মার্চ ০৭, ২০১৪

ভূমি আইন লংঘন করে অবৈধভাবে আবাসন গড়ে তোলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

ষ্টাফ রিপোটার : ‘‘পরিবেশ বাঁচাও, শিল্প বাচাঁও, কুষ্টিয়া বাচাঁও’’ এই শ্লোগানকে সামনে রেখে পরিবেশ আইন, শিল্প আইন ও ভূমি আইন লংঘন করে প্রস্তাবিত শিল্প এলাকায় অবৈধভাবে আবাসন গড়ে তোলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে পরিবেশ ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন। বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়ার শহরতলী কুমারগাড়ায় প্রস্তাবিত শিল্প এলাকার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া পরিবেশ ক্লাব এর সাধারন সম্পাদক মাহমুদ হাসান, আক্তার হোসেন ফিরোজ, জামিল হাসান খাঁন খোকন, কুষ্টিয়া প্রেসক্লাবে সাবেক
সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ। বক্তারা শিল্প নগরী এলাকায় আবাসন গড়ে তোলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে শিল্প এলাকায় যাতে আবাসন গড়ে না উঠে সে ব্যাপারে সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন