সোমবার, এপ্রিল ০৭, ২০১৪

আজ ইবি সাংবাদিক সমিতির ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

ইবি প্রতিনিধি :

আজ সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রগতিশীল চিন্তাচেতনাকে ধারণ করে ১৯৮৯ সালের এই দিনে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জন্মলাভ করে ইবিসাস। এদিকে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাল ক্যাম্পাসে রজত জয়ন্তী উদযাপন করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে ইবিসাস। কর্মসূচীর মধ্যে রয়েছে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শোভাযাত্রার নেতৃত্ব দিবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আফজাল হোসেন প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, অনুষদীয় ডিনবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা, প্রক্টর, পরিবহন প্রশাসক, আবাসিক হলগুলোর প্রভোষ্টবৃন্দ, ইবিসাসের সাবেক ও বর্তমান সাংবাদিকবৃন্দ প্রমূখ।  শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিসি-তে অবস্থিতি ইবিসাসের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে মিলিত হবে। কেক কাটার মধ্য দিয়ে রজত জয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি হবে। উল্লেখ্য, প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ অবধি ইবি ক্যাম্পাসের সকল কর্মকা-কে সবার কাছে উপস্থাপন করতে পড়ালেখার পাশাপাশি নিরলস পরিশ্রম করে যাচ্ছে ইবিসাসের একঝাক তরুণ, উদ্যোমী সাংবাদিকরা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন