সোমবার, এপ্রিল ০৭, ২০১৪

অর্পা হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জেলা মানবাধিকার ফোরাম, পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ ফেরাম ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির যৌথ উদ্দ্যেগে বিকাল ৪ টায় স্থানীয় পাবলিক লাইব্রেরীর সামনে অর্পা রানী পাল এর হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রশিক্ষন সমন্বয়কারী কাজী শফি উল্লাহ, সার্ফ সংস্থার নিবার্হী পরিচালক আব্দুর রাজ্জাক,দোকান মালিক সমিতির সিনিয়ার সহ-সভাপতি আব্দুল মালেক,মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি এম এ কাইয়ুম,মানবাধিকার নারী সমাজের সভাপতি নার্গিস রহমান,ফেয়ার সংস্থার পান্না লাল,কে পি ইউ এস সংস্থার নির্বাহী পরিচালক এনামুল হক,বিশিষ্ট পরিবেশ বিদ গৌতম কুমার রায়,বাংলাদেশ মহিলা পরিষদ কুষ্টিয়া শাখার শেফালী আক্তার,বিশিষ্ট সমাজ সেবক, চিকিৎসক ও মানবাধিকার
নারীসমাজের সভাপতি ডাঃ আসমা জাহান লিজাসহ সর্বস্তরের জন সাধারন,বেসরকারী সংস্থা ও সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন। বক্তারা বলেন,সারা দেশে প্রায় এই ধরনের শিশু ধর্ষন,হত্যা,গুম,অপহরণ বেড়েই চলেছে। কিন্তু সরকারের কোন মাথাব্যাথা নেই,এই মানববন্ধনের মাধ্যমে আমরা অর্পা রানীর হত্যা কান্ডের বিচারের জোর দাবী জানাচ্ছি। মানববন্ধনটি পরিচালনা করেন মুক্তির গোলাম রব্বানী। সার্বিক সহযোগিতা করেন তারক নাথ কুন্ডু,রকিবুল ইসলাম কর্নেল,সূচনা পারভীন। মানববন্ধন শেষে জেলা প্রশাষকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন