সোমবার, এপ্রিল ০৭, ২০১৪

ইবি ভিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ॥ ক্যাম্পাসে আতঙ্ক

রাশেদুন নবী রাশেদ,ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের বাসভবনে গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তবে কে বা কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এ বিষয়ে তাৎক্ষনিক কোনো তথ্য জানা যায় নি। ক্যাম্পাসে চরম আতংক বিরাজ করছে। ক্যাম্পাসে ভিসির বাসভবনের দায়িত্বরত আনসার সদস্যরা জানান, শনিবার রাত ১০টার দিকে উপাচার্য বাসভবনের নিকটে পরপর দুটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এসময় খানিকটা অন্ধকার থাকায় কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। পরে ইবি থানার পুলিশ, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ককটেল বিস্ফোরণের পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ইবি থানা পুলিশকে জানানো হয়েছে।’  ইবি থানার ওসি মীর শরিফুল হোসেন জানান, ‘ঘটনাস্থল
পরিদর্শন করে একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।’ এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘আমি ঢাকাতে আছি। তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি আমি শুনেছি। তিনি বলেন, কারা কী কীরণে ককটেল ফুটিয়েছে তা আমার জানা নেই।’ ক্যাম্পাস অচলাবস্থা থাকায় এমনিতেই শিক্ষার্থীরা হল ত্যাগ করছে। এদিকে ভিসির বাসবভনে ককটেল বিস্ফোরনে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ওশিক্ষার্থীদের মাঝে চরম আত্কং বিরাজ করেছ। উল্লেখ্য, এর আগেও ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের বাসভবনে দুই বার প্রায় একই সময়ে মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন