সোমবার, জুলাই ২১, ২০১৪

মিরপুর পৌরসভায় গোপনে বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, মিরপুর : মিরপুর পৌরসভায় গোপনে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে। গতকাল রোববার সকালে পৌর ভবনের হলরুমে মেয়র এনামুল হক গোপনে তার অনুগত গুটিকয়েক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ৫ কোটি ১৪ লক্ষ ৩৩ হাজার ৫৮৪ টাকা ৪৩ পয়সার ঘোষণা করেন। এ সময়ে একটি ব্যানার সাটিয়ে ফটো সেশন করে মেয়র হলরুম ত্যাগ করেন। পৌরসভার সকল কাউন্সিলর, স্থানীয় সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধি ছাড়াই এ বাজের ঘোষণা করায় সাধারণ জনগণের মনে প্রশ্নবিদ্ধ করেছে। গত বছর ঢাক-ঢোল পিটিয়ে ১৮ কোটি ১ লক্ষ ৬৩ হাজার ২শ’ ৬৩ টাকা ৭২ পয়সার বাজেট ঘোষণা করলে শতকরা ১৬ ভাগ (২ কোটি ৮৯ লক্ষ ১শ’ ৭২ টাকা ২২ পয়সা) বাস্তবায়ন হয়েছে। কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে একতরফা ভাবে বাজেট প্রনয়ণ করায় তারা বাজেট অধিবেশ বয়কট করেন। নাম প্রকাশে
অনিচ্ছিুক একাধিক কাউন্সিলর জানান, মেয়রের আর্শিবাদপুষ্ট কাউন্সিলর ও আত্মীয়দের নিয়ে ৯টি ওয়ার্ডের মধ্যে শুধু মাত্র ২টি ওয়ার্ডে উন্নয়ন মুলক কান্ড সীমাবদ্ধ করে রেখেছে। ফলে পৌরসভার অধিকাংশ এলাকাবাসী সুষম উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন