সোমবার, জুলাই ২১, ২০১৪

১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

রাশেদুজ্জামান রিমন, মিরপুর : মিরপুর পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়ায় ২০১৩-১৪ অর্থ বছরের জন্য ১৮ কোটি ১ লক্ষ ৬৩ হাজার ২শ’ ৬৩ টাকা ৭২ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে পৌরসভার হলরুমে মেয়র হাজী এনামুল হক এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় হিসেবে রাজস্ব খাতে ১ কোটি ২৬ লক্ষ ৫৭ হাজার ৫শ’ ৩৬ টাকা ৬০ পয়সা এবং উন্নয়ন খাতে ১৬ কোটি ৫৫ লক্ষ টাকা ও প্রারম্ভিক উদ্বৃত্ত ২০ লক্ষ ৫ হাজার ৭শ’ ২৭ টাকা ১২ পয়সা ধরা হয়েছে। ব্যয় হিসেবে রাজস্ব খাতে ১ কোটি ৪৬ লক্ষ ৬১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১৬ কোটি ৫৫ লক্ষ টাকা ও সমাপনী স্থিতি ২ হাজার ২শ’ ৬৩ টাকা ৭২ পয়সা ধরা হয়েছে। এ বাজেটে অডিটরিয়াম নির্মাণের বিশেষ অনুদান খাতে ৫ কোটি ৯৮ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর পর পানি সরবরাহ প্রকল্প খাতে ৩ কোটি ৯১ লক্ষ টাকা, ড্রেন ও রিটেনিং ওয়াল খাতে ২ কোটি ৫৬ লক্ষ টাকা, উন্নয়ন হিসাবে সরকারী অনুদান এবং অন্যান্য অনুদান খাতে ১ কোটি ৬০ লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ শহর উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৫০ লক্ষ টাকা, সাধারণ সংস্থাপন উন্নয়ন খাতে ১ কোটি ২১ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেট বক্তৃতায় মেয়র হাজী এনামুল হক বলেন, এ বাজেট জনকল্যাণ ও উন্নয়নমুখী। পৌর কাউন্সিলর সালাউদ্দিনের পরিচালনায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন কাউন্সিলর জাহিদ হোসেন, রিপন আলী,
প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার। এ সময়ে কাউন্সিলর কলিউদ্দিন মল্লিক, শুকুর আলী, আবু নাসের আল-হেলাল নির্পন, রুহুল মন্ডল, বিল্লাল শেখ, জুনিয়ারা ইয়াসমিন পপি, শাহিদা খাতুন, শেফালী খাতুন, সচিব আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, হিসাব রক্ষক সুজন আলীসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও এলকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন