শনিবার, নভেম্বর ২৯, ২০১৪

কালুখালী-ভাটিয়াপাড়া রেলসড়কের জামালপুরে জায়গা অবৈধ দখলমুক্ত আজও হয়নি

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের নলিয়া রেল ষ্টেশনের পাশের জমি অবৈধভাবে দখলে রেখেছে প্রভাবশালী ভুমিদস্যু চক্র। বিটিশ আমলের স্থাপিত রেলপথটি কয়েকযুগ ধরে বন্ধ ছিল। বন্ধ থাকার সুযোগে একশ্রেনীর ভুমিগ্রাসী চক্র রেলওয়ের সম্পত্তি নানা ভাবে কুক্ষিগত করে দখলে নেয়। আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহনের পর কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কটি পুনঃ চালুর উদ্দ্যোগ গ্রহন করে। শুরু রেলওয়ের অবৈধদখলকৃত সম্পত্তি পুনরুদ্ধারের কাজ। নামমাত্র কিছু সম্পত্তি উদ্ধার হলেও প্রভাবশালী ভুমিদস্যুদের অবৈধ দখলে থাকা সম্পত্তি আজও দখলমুক্ত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাংশায় জনসভার মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন ঘোষনা করে। ট্রেন চলাচল করার মানুষের যাতাযাত ব্যবস্থার আরেকধাপ এগিয়ে এসেছে। সরেজমিন জামালপুরের নলিয়া
রেল ষ্টেশনে গিয়ে ও মানুষের সাথে কথা বলে জানাগেছে, এখানে থাকা রেলওয়ের সম্পত্তি অবৈধদখল মুক্ত হয়নি। সয়ং কালুখালী-ভাটিয়াপাড়া রেলরক্ষা কমিটির প্রভাবশালী একাধিক নেতার দখলে রয়েছে অনেক সম্পত্তি। তাদের দখলে রয়েছে তার চেয়ে দ্বিগুন জমি। তাছাড়া ষ্টেশনের টোল ঘরসহ যাতায়াতের পথ দখল করায় সাধারন মানুষ ও যাত্রীদের চরম ঝুকি নিয়ে ষ্টেশনে প্রবেশ করতে হয়। এতে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। তাদের  মত অনেকেই লীজ গ্রহন করে ও অবৈধ দখল করে ঘর উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী আরো জানান, রেল চালুর পুর্বে অবৈধ উচ্ছেদের নামে বানিজ্য হয়েছে। একারনে অনেক সম্পত্তি অবৈধ দখলে রয়েছে। তারা রেলওয়ের সম্পত্তিতে থাকা অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ সরকারী সম্পত্তি উদ্ধারের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন