শনিবার, নভেম্বর ২৯, ২০১৪

কুষ্টিয়ার ব্যাপারী রাইচ মিলের মালিককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশে জেলা চাল কল মালিক সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি : কুষ্টিয়ার কবুরহাটের স্বনামধন্য, ব্যাপারী রাইচ মিলের মালিক তোফাজ্জেলকে জড়িয়ে কুষ্টিয়ার কয়েকটি দৈনিকে যে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেছে যা ব্যবসায়ী তোফাজ্জেলের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের চরম হুমকি স্বরূপ এই কুরুচিপূর্ন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা চাল কল মালিক সমিতির সভাপতি বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু ও সাধারন সম্পাদক জামসেদ আলী। সভাপতি আব্দুল মাজেদ বাবলু এক বিবৃতিতে বলেন ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন কুষ্টিয়া জেলার চাল কল মালিকদের মধ্যে একজন অন্যতম সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী। কুষ্টিয়া খাজানগরে তোফাজ্জেল হোসেন ১৯৭৮ সাল থেকে আশেক এলাহীর জনতা রাইচ মিলের মাধ্যমে ব্যবসা শুরু করে। দীর্ঘ তিন যুগ ব্যবসা করা কালে কখনও তার এবং তার পরিবারের নামে এধরনের কোন অভিযোগ শোনা যায় নি। বর্তমানে একটি কুচক্রী মহল তার ব্যবসায়ীক ক্ষ্যতি ও সুনাম নষ্ট করার জন্য তাকে জামাতের অর্থ দাতা বলে আখ্যায়িত ও
জঙ্গী অর্থায়নে খাজানগরে রাইচমিল করার নামে বিভ্রান্তীমুলক সংবাদ প্রকাশ করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে যাচ্ছে । তিনি আরো বলেন, এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত না থাকলে আইনগত ব্যবস্থাসহ কুষ্টিয়ায় চাল কল মালিকদের নিয়ে অবরোধ এর ডাক দেওয়া হবে। ঊল্লেক্ষ্য গতকাল কুষ্টিয়ার কয়েকটি স্থানীয় পত্রিকায় জামাতের অর্থদাতা তোফাজ্জেল ও জঙ্গীগোষ্টির অর্থায়নে খাজানগরে গড়ে তোলা হয়েছে ব্যাপারী রাইচ মিল বলে, যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও ভ্ত্তিীহীন বলে দাবি করেন তোফাজ্জেল হোসেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন