শনিবার, নভেম্বর ২৯, ২০১৪

বালিয়াকান্দির জঙ্গলের অপহৃত ধনবান রাজো বালা এখনও জীবিত না মৃত!

রাজবাড়ী প্রতিনিধি :  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অভয়নগর গ্রামের বৃদ্ধা রাজো বালা প্রামানিক (৮০) অপহরনের দীর্ঘদিনেও উদ্ধার হয়নি। অপহৃত রাজো বালা প্রামানিক জীবিত না মৃত ?  এনিয়ে এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা। এলাকাবাসী ও রাজো বালা প্রামানিকের নিকটত্বায়ীয় সুত্রে জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অভয়নগর গ্রামের মৃত শ্রীদাম প্রামানিকের স্ত্রী নিঃসন্তান রাজো বালা প্রামানিক (৮০) গত ২০অক্টোবর পাশ্ববর্তী মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার দুরাননগর গ্রামের তার ভগ্নিপতি নারোদ বালার বাড়ীতে বেড়াতে যায়। একই দিন সন্ধ্যা রাতে ৫/৬ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে বৃদ্ধা রাজো বালা প্রামানিককে অপহরন করে নিয়ে যায়। ঘটনার পরদিন রাজো বালার ভগ্নিপতি নারোদ বালা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। গত ৮ বছর আগে রাজো বালা প্রমানিকের স্বামী শ্রীদাম প্রামানিক মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর রাজো বালা প্রামানিকের স্বামীর ভিটাবাড়ীতে ৪-৫মাস বসবাস করার পর একই ইউনিয়নের বাঙ্গরদাহ গ্রামে বসবাসকারী রাজো বালা প্রমানিকের ভাই দীলিপ সরকার ও বিনোদ সরকার সম্পত্তি ও নারুয়া জনতা ব্যাংকে রাখা অর্থের লোভে খাওয়া পড়ার লোভ দেখিয়ে রাজো বালাকে তাদের বাড়ীতে নিয়ে যায়। তারপর থেকে শুরু হয় রাজো বালার নামের ১০-১২ পাখি জমি নিজেদে নামে লিখে নেওয়ার নিরব নির্যাতন। সম্প্রতি রাজো বালার নামের কিছু জমি জোরপূর্বক বিক্রি করিয়ে ২ ভাই হাতিয়ে নিয়েছে ৪ লক্ষাধিক টাকা।  এছাড়াও তিন বছর আগে কৌশলে বৃদ্ধা রাজো বালা প্রামানিককে ভারতে নিয়ে নদীয়া জেলার ধুবলিয়া থানার ভক্তনগর গ্রামে থাকা রাজো বালার নামীয় ৪৫ কাঠা জমি ১৩ লাখ রুপি বিক্রি করিয়ে আতœসাৎ করে ভাইয়েরা। এঘটনায় ভারতে তার এক ভাইয়ের মৃত্যুর মত ঘটনা ঘটে। রাজো বালা প্রামানিকের অপহরনের ঘটনার কয়েক মাস অতিবাহিত হলেও রাজো বালার কোন সন্ধান আজও মেলেনি। মাগুড়া জেলার শ্রীপুর থানার ওসি
বিপ্লব কুমার নাথ এ প্রসঙ্গে বলেন, ঘটনার দিন রাতে দুরান নগর গ্রাম থেকে কয়েকজন আত্বীয় ও বহিরাগতরা  রাজো বালাকে তুলে নিয়ে যায় বলে তার ভগ্নিপতির মাধ্যমে জানতে পারি।  রাজো বালাকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। তবে তার ভাইদের কোন সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে রাজো বালার ভাই দীলিপ সরকার ও বিনোদ সরকার জানান, ২০ অক্টোবর থেকে তার বড় বোন নিখোঁজ হওয়ার পর থকে তার কোন খোঁজ মেলেনি।  এলাকাবাসীর প্রশ্ন বৃদ্ধা রাজো বালা বেঁচে আছেন ? নাকি তাকে হত্যা করা হয়েছে! প্রশাসন তার দু,ভাইকে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে থলের বিড়াল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন