বুধবার, নভেম্বর ২৬, ২০১৪

কুমারখালী উপজেলায় আন্তর্জাতিক নারী

নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

গতকাল ২৫ নভেম্বর ২০১৪ ইং তারিখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে সোঁপুকুরিয়া মডেল গ্রামে মর্যাদায় গড়ি সমতা শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদ্যাপন করা হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সোঁপুকুরিয়া মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার অফিস হইতে এক বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে সোন্দাহ নন্দলালপুর কলম মোড় প্রদক্ষিণ শেষে সোঁপুকুরিয়া অফিসের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মো: জামাল উদ্দিন। সভায় মূল আলোচক ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। বক্তব্য রাখেন নন্দলালপুর ইউনিয়নের পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আক্তার হোসেন তজিম, সোঁপুকুরিয়া মডেল ভিলেজের সমন্বয় কমিটির সভাপতি হাফিজুর রহমান লিয়াকত, উপজেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য রীনা খাতুন ও ইয়ূথ গ্র“পের সভাপতি পলাশ হোসেন। সভা পরিচালনা করে কুমারখালী উপজেলা প্রোজেক্ট অফিসার খন্দকার মুস্তাফিজুর রহমান ও নন্দলালপুর ইউনিয়নের প্রোজেক্ট ফ্যাসিলিটেটর সালাউদ্দিন আহম্মদ। সহযোগিতা করেন চাপড়া ও শিলাইদহ ইউনিয়নের প্রোজেক্ট ফ্যাসিলিটেটর ওয়াহিদুজ্জামান ও হাসিনা খাতুন। সার্বিক সহযোগিতা করেন নন্দলালপুর ইউনিয়নের সোঁপুকুরিয়া মডেল ভিলেজ ও শিলাইদহ ইউনিয়নের মডেল ভিলেজের ভলান্টিয়ার জরিনা খাতুন ও শামসুন্নাহার লিটা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন