বুধবার, নভেম্বর ২৬, ২০১৪


রাজবাড়ীর খবর

বিশিষ্ট ঠিকাদার এহসানুল হাকিম সাধন সভাপতি নির্বাচিত

সদাশিপুর-ঘোড়ামারা দাখিল মাদ্রাসার কমিটি গঠন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিপুর-ঘোড়ামারা দাখিল মাদ্রাসার মঙ্গলবার কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট ঠিকাদার এহসানুল হাকিম সাধন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি বিশিষ্ট ঠিকাদার এহসানুল হাকিম সাধন, দাতা সদস্য নিজাম উদ্দিন আহম্মেদ, অভিভাবক সদস্য কবির মন্ডল, ইয়াকুব আলী মোল্যা, আঃ মান্নান, বকুল মোল্যা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য লাভলী বেগম, শিক্ষক প্রতিনিধি সাহিদুল ইসলাম, মোঃ মওদ্দুদুজ্জামান, মহিলা শিক্ষক প্রতিনিধি নাসরিন খানম, সদস্য সচিব ও সুপার আঃ কুদ্দুস।


বালিয়াকান্দি হাসপাতালে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালকের পরিদর্শন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মঙ্গলবার সকালে পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ আসাদুজ্জামান। এসময় রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর হক, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডাঃ মোঃ আব্দুল্লাহ আল সাঈফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম, মেডিকেল অফিসার আব্দুর রহমান সেলিম, ডাঃ জিয়াউল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রোগীদের সাথে কথা বলেন স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ আসাদুজ্জামান। এর আগে তিনি জামালপুর ও আড়কান্দি উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।

বালিয়াকান্দিতে মাধ্যমিক বিদ্যালয় ও

মাদ্রাসার প্রধান শিক্ষকদের সমন্বয় সভা


রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা অফিসার্স ক্লাবে মঙ্গলবার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রউফ বিশ্বাস, সাধারন সম্পাদক ও বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম, রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদর্শন রায়, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার কর, বালিয়াকান্দি মাদ্রাসার সুপার আঃ রশিদ, জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক শশধর ঘোষ, বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, তেঁতুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মুরাদুল ইসলাম, নলিয়া শ্যামা মোহন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, শহীদ জিয়া আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আলীম, ধর্মতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ বাছাড়, কুরশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রায়, বাধুঁলী খালকুলা দাখিল মাদ্রাসার সুপার আঃ মমিন, শহীদনগর মহিলা মাদ্রাসার সুপার আঃ রশিদ, বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঞ্চানন দাস প্রমুখ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন