শনিবার, ডিসেম্বর ২০, ২০১৪

আজকের ক্ষুদে খেলোয়াড়রাই আগামীর ভবিষ্যৎ : হানিফ


স্টাফ রিপোর্টার : আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ক্ষুদে খেলোয়াড়রাই আগামীর ভবিষ্যৎ। তোমরাই আগামীতে খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম বয়ে আনবে। তিনি শুক্রবার বিকেলে কুষ্টিয়া ষ্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা’ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৪’ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি শিশুর নান্দনিক ও শারীরিক বিকাশ অপরিহার্য। তাই ভবিষৎত প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম নাগরীক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে এই ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে। খেলাধুলা তরুন সমাজকে মাদকাসক্তসহ অন্যান্য বিপদগামী পথ থেকে বিরত রাখে। তাই শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে জননেত্রী শেখ হাসিনা দেশব্যাপী প্রত্যেক স্কুলে বাধ্যতামূলকভাবে এই টুর্ণামেন্টগুলোর আয়োজন করছে। তাই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের যেন এই ফুটবলসহ সবধরণের খেলাধুলার ব্যবস্থা করা হয় সেজন্য সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশ প্রদান করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ দেশের প্রতি ভালবাসা সর্বপরি শিশুদেরকে মুক্তিযুদ্ধের চেতনাই উদ্ধুদ্ধ করতেই এই টুর্ণামেন্ট গুলোর নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা’র নামে। শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা জাগিয়ে তুলতে এ খেলা তাদেরকে ভবিষ্যতে সঠিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি অভিমত প্রকাশ করেন। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত টুর্ণামেন্টে জেলার ৬টি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় খেলায় অংশ নিয়ে এই প্রতিযোগতায় ফাইনাল খেলায় সুযোগ পায়। ফাইনালে কুমারখালী উপজেলার হুদারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু এবং মিরপুর উপজেলার তারাচাঁদ সরকারী প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানারআপ খেলোয়াড়দের মাঝে ট্রফি ও ম্যাডেল বিতরণ করেন। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনাকলি মাহবুব এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মকবুল হেসেন লাবলু,শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন