শনিবার, ডিসেম্বর ২০, ২০১৪

কুমারখালী থানা যুবদল নেতৃবৃন্দের সাথে পান্টি ইউপি আহবায়ক কমিটি মতবিনিময়


শরীফুল ইসলাম কুমারখালী : দেশের সাধারন মানুষ আজ নিরাপত্তাহীনতায় সবসময় খুন, গুম, আতংকে থাকে। অভিভাবক তার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়ে দুঃশ্চিন্তায় সময় গুনতে থাকে। অবৈধ ভাবে ভোটার বিহীন নির্বাচনের সরকারের কাছে দেশের মানুষ জিম্মি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামীলীগের ভরাডুবি হবে জেনে শেখ হাসিনা নির্বাচন নিয়ে তালবাহানা করছে গতকাল সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী পান্টি ইউনিয়ন ভবন চত্বরে কুমারখালী থানা যুবদল নেতৃবৃন্দের সাথে পান্টি ইউপি যুবদল আহবায়ক কমিটির মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও পান্টি ইউপি চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ এসব কথা বলেন। তিনি আরো বলেন, বেগম জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনা’র অবৈধ সরকার পতন আন্দোলন বেগবান করতে যুবদলের সুসংগঠিত হতে হবে। পান্টি ইউপি যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে থানা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শাতিল মাহমুদ, থানা যুবদল নেতা আতিয়ার রহমান, কুমারখালী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদ মল্লিক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। পান্টি ইউপি বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান, ইউপি বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম মিলন, পান্টি ইউপি যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, বিএনপি নেতা মাঈনুদ্দিন, পান্টি ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি তোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, বিএনপি নেতা আব্দুল মান্নান, ছাত্রনেতা পলাশ আহমেদ, কিশোর কুমার প্রমূখ ছাড়াও বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি সহ বিবিধ দলীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন