শনিবার, ডিসেম্বর ২০, ২০১৪

ঝিনাইদহে ব্যাংক কর্মকর্তা অপহৃত

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ থেকে শংকর রায় সুজল (২৮) নামে এক ব্যাংক কর্মকর্তা অপহৃত হয়েছে। ব্র্যাক ব্যাংক যশোর ব্রাঞ্চ অফিস থেকে ঝিনাইদহের কোটচাঁদপুরে ফেরার পথে তিনি অপহৃত হন। বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর আজ শুক্রবার শংকরের পরিবার কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ব্যাংক কর্মকর্তা শংকর রায় সুজলের ০১৭৪৬২২১৬৬২ নাম্বারে অপহরণকারীরা ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। শংকর রায় কোটচাঁদপুর পৌরসভার বেনেপাড়ার ঠাকুর দাস রায়ের ছেলে।লিখিত অভিযোগে জানা গেছে, কোটচাঁদপুরের বেনেপাড়ার ঠাকুরদাস রায়ের ছেলে শংকর রায় ব্র্যাক ব্যাংক যশোর আরোবপুর ব্রাঞ্চে
১০মাস ধরে অফিসার পদে কর্মরত রয়েছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যশোর থেকে কালীগঞ্জ হয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোন এক জায়গা থেকে শংকরের ফোন থেকে তার বাবা ঠাকুর দাসকে ফোনে বলা হয় তার বন্ধুর দুর্ঘটনা ঘটেছে ২ লাখ টাকা নিয়ে কোটচাঁদপুরের বলুহর বাসস্ট্যান্ডে দেখা করতে বলে। ওইদিন রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর পর ঠাকুরদাস বলুহর স্ট্যান্ডে এসে কাউকে পায়নি। শংকরদাসের ফোনটিও বন্ধ রয়েছে। তবে শুক্রবার দুপুরের দিকে আবারো অপহরণকারীরা শংকরের ফোন থেকে বিকাশ একাউন্টের মাধ্যমে ২ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে বলে তার পিতা ঠাকুর দাস জানান।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, সুজলকে উদ্ধারের চেষ্টা চলছে। থানায় তাদের পরিবার অভিযোগ দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন