বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০১৪

আমলায় যথাযথ মর্যদায় বিজয় দিবস উদ্যাপন

আর.এ. নান্নু : কুষ্টিয়ার মিরপুরের সদরপুর ইউনিয়নের কাকিলাদহে বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুল ও কাকিলাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এক বিশাল বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালীটি কাকিলাদহ বাজার, মালিহাদ মারফতপাড়া, ফকির মোড়, কাকিলাদহ পুলিশ ক্যাম্প হয়ে বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ করে স্কুল মাঠে এসে সমাপ্ত হয়। শেষে বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি আব্দুল হান্নান মেম্বার। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমলাসদরপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব মকবুল হোসেন।
তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন অনেক ত্যাগের বিনিময়ে এ বিজয় পেয়েছি এ অর্জন ধরে রাখতে হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এম রফিকুল ইসলাম, কাকিলাদহ সরকারী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক আব্দুল্ল¬াহ, শিক্ষক মাওলানা জমির উদ্দিন, কাকিলাদহ ক্যাম্প ইন্চার্জ এ এস আই কামারুজ্জামান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বাজার কমিটির সভাপতি ডাঃ মোঃ কিসমত আলী, গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আসাদুল হক, সহকারী অধ্যাপক নাজমুল হক, প্রভাষক মোঃ আশরাফুল খাঁ, শ্রীরামপুর মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুর রহিম, সমাজ সেবক সুন্নত আলী, জসিম উদ্দিন জুম্মা প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহমত আলী গায়েন, আমিরুল ইসলাম, ছিদ্দিকুর রহমান, আবুল কাশেম, নুর ইসলাম মন্ডল, শিক্ষক আন্জুমান আরা জোয়াদ্দার, ছহির উদ্দিন, রমজান আলী আফরোজা পারভীন, মালেকা খাতুন, শামীমা আক্তার লিজা, রাবেয়া খাতুন, মাহমুদা আক্তার রুবি, পুলিশ সদস্য আশরাফুল হক, আঃ জবক্ষার, সেলিম, নালান মন্ডল, জসিম উদ্দিন, এ্যালিন মহামুদ রনি, মাহির আসিফ জয়, সেন্টু বিশ্বাস, মোঃ সাদি, ডাঃ রাশেদ, তছির উদ্দিন, মিজানুর রহমান, শাহিন, আরব আলী প্রমুখ।
অপর দিকে আমলা সদরপুরে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষাপ্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংঠন। সকাল ৭ টার সময় আমলা ও সদরপুর ইউনিয়ন বি.এন.পি’র নেতৃবৃন্দ শহীদ মিনারে ও শহীদ মারফর আলীর করবে পুষ্প অর্পন করেন,এসয় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাজী আব্দুল হক,আমলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রওশন আলী,সদরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোশারেফ হোসেন মুশা,আমলা ইউপি যুবদলের সভাপতি নাসির মল্লিক, সাধারন সম্পাদক হাসান,সাংগাঠনিক সম্পাদক ডালিম খান,প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রিন্টু প্রমুখ ।
সকাল ৮ টার সময় আমলা ও সদরপুর ইউনিয়ন জাসদ যৌথভাবে শহীদ মারফত আলীর কবরে পুষ্পস্তবক অর্পন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ,আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক,সদরপুর ইউপি জাসদরে সভাপতি সাব্দার আলী সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমলাসদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ১০ টার সময় র‌্যালী ও আলোচনা সভা করেছেন। আলোচনা সভায় মহান বিজয় দিবসের মর্যাদা নিয়ে স্বাগতিক বক্তব্য রাখেন,আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজ্জেল হোসেন,সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম,সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল করীম,সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম,সাইফুল ইসলা সহ সকল ছাত্রা-ছাত্রী ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন