বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০১৪

লক্ষীপুরে অগ্নিকান্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষতি

আমলা অফিস : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার লক্ষীপুর গ্রামে পূর্ব শুত্রুতার জের ধরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ১১ টার সময় লক্ষীপুর গ্রামের হারেজ আলীর ছেলে শরিফুল ইসলামের ঘরে পূর্ব শুত্রুতার জের ধরে অগুন লাগিয়ে দিলে অল্পের জন্যে প্রাণে বেচে যান তার পিতা হারেজ আলী সম্পূর্ণ ভূষ্মিভত হয়েগেছে দুটি ঘর। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ক্রমেই আগুনের গতি বৃদ্ধি পেলে মিরপুর দমকল বাহিন খবর পেয়ে প্রায় এক ঘন্টা পানি দিয়ে আগুন নিয়নন্ত্রনে আনে। শরিফুল ইসলাম অভিযোগ করে বলন, আমার শত্রুপক্ষ আমাদের বিভিন্ন ভাবে ক্ষতি সাধন করে আসছে। রাতের অন্ধকারে কখনো ধান ক্ষেত কেটে নিয়ে যাচ্ছে তামাক কেটে দিচ্ছে। এভাবে
চলতে থাকলে নিরাপদে কিভাবে ঘরে ঘুমাব। প্রতিবেশি রাবেয়া বেগম জানান, শুধু ঘর ও আসবাব পত্রই ক্ষতি হয়নি আগুনে পুড়ে গেছে মুরগীর ও কবুতরের কুঠিঘর। শরিফুল ইসলামের মা বলেন, আমার বেটার ঘরের সোকেস, আলমারী, সোনার গহনা ও নগদ টাকা কিছুই রক্ষা করতে পারিনি। সব আগুনে পুড়ে গেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই। সকালে স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন