বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০১৪

মহান বিজয় দিবস উপলক্ষে

ভেড়ামারা থানা পুলিশের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মনির উদ্দীন মনির, ভেড়ামারা : বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ভেড়ামারা মডেল থানা পুলিশ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে থানা পুলিশের দিনব্যাপী নানা কর্মসূচি শেষে মডেল থানা চত্ত্বরে এক ব্যাটমিন্টন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেড়ামারা মডেল থানা পুলিশ সদস্যদের নিয়ে ৬টি গ্র“পে বিভক্ত করে নকআউট পর্বে ওই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলার ফাইনালে ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন খাঁন ও পুলিশ কনস্টেবল শোয়াইব হোসেন এর যৌথ টিম জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে এক পুরস্কার বিতরণী
অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন খাঁন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদা ক্লিনিকের সত্ত্বাধিকারী শাহেদ আহমেদ গামা, ডাক্তার তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার এস.আই শাহে আলম, তারিকুল ইসলাম, আকবার আলী, আবুল কাশেম, এ.এস.আই নাইম আহমেদ, কুদ্দুস আলী, পুলিশ কনস্টেবল নয়ন কুমার, কামাল হোসেন, সাইফুল ইসলাম, ওবাইদুর রহমান, শাহীন আলী, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল প্রমুখ। প্রধান অতিথি খেলোয়ারসহ ভেড়ামারা থানা পুলিশের সকল সদস্য ও আনসার ব্যাটেলিয়ানদের মাঝে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক ওয়ালিউল ইসলাম ওলি।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন