বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০১৪

ভেড়ামারায় মহান বিজয় দিবস পালিত

মনির উদ্দীন মনির,ভেড়ামারা : যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয়ের এই ৪৩তম বার্ষিকীতে ভেড়ামারাকে সাজানো হয় বর্ণিল সাজে। রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করে ভেড়ামারা উপজেলা প্রশাসন। এরপর উপজেলা চত্ত্বরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল ৮টায় ভেড়ামারা কলেজ মাঠে শারীরিক কসরত ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার শান্তি মণি চাকমার নেতৃত্বে বিজয় র‌্যালী শহর প্রদক্ষিণ করে। দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্যে
ছিলো মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, আলোচনা সভা, মসজিদে মন্দিরে বিশেষ মোনাজাত, প্রার্থনা, হাসপাতাল ও মুক্তিযোদ্ধাদের মাঝে উন্নত মানের খাদ্য সরবরাহ, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ্্মিঠু, সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ্যাড. আলম জাকারিয়া টিপু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মামুন খাঁন প্রমুখ। এছাড়াও দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, জাসদ, জামায়াত এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন