মঙ্গলবার, ডিসেম্বর ০২, ২০১৪

নব গঠিত কুমারখালী কৃষক দল সম্মেলন প্রস্তুুত কমিটির শুভেচ্ছা বিনিময়

আন্দোলন সংগ্রাম করে আওয়ামী জাহেলিয়াত সরকারের পতন ঘটানো হবে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী


স্টাফ রিপোর্টার : নব গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুমারখালী থানা শাখায় সম্মেলন করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুত কমিটি শুভেচ্ছা বিনিময় করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি কেন্দ্রিয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সাথে। গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে মেহেদী রুমীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সম্মেলন প্রস্তুতি কমিটি। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশে মেহেদী রুমী বলেন, আন্দোলন সংগ্রাম করে আওয়ামী জাহেলিয়াত সরকারের পতন ঘটানো হবে। তিনি বলেন, অবৈধ সরকারের লোকেরা দেশব্যাপী হত্যাযজ্ঞ চালাচ্ছে। সমগ্র বাংলাদেশ জুড়ে মানুষ খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে তাই সারা দেশের মানুষকে এক হয়ে আন্দোলনে নামতে হবে। খুনি সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন রক্ত আর রক্ত। এই সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ সারা দেশে জনগণের ওপর জুলুম নির্যাতন করছে। তিনি আরো বলেন, এ অবৈধ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ন ব্যর্থ। দেশে গণতন্ত্র না থাকলে মানবাধিকার ও আইনের শাসন থাকে না। আর একারনেই অব্যাহৃত খুন গুমের ঘটনা ঘটছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করতে ফ্যাসিস্ট জুলুমবাজ ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।  এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির
সহসভাপতি কাজী এনামুল হক আসাদ, জেলা কৃষকদলের আহবায়ক এসএম গোলাম কবির, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার সামসুদ্দোহা লাল্টু, কুমারখালী থানা কৃষকদল সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ইবাদত আলী, সদস্য অধ্যাপক হারুনুর রশিদ, কাজী মমিনুল হক পলাশ, শরিফুল ইসলাম সবুজ। কৃষকদল নেতা এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড.সাইদুল ইসলাম দিপু, ইদ্রিস আলী, নাহিদুল ইসলাম রেজাউল, আব্দুল আলিম, আলম বিশ্বাস, শহীদ বিশ্বাস, মজিদ শেখ, সোহেল রানা, লিয়াকত আলী, বিপুল ইসলাম, পিন্টু শেখ, সাইদুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জাহিদুল ইসলাম, শহিদুজ্জামান বাবু, কুষ্টিয়া শহর কৃষকদলের আহবায়ক বাবলা আমিন চৌধুরী, কৃষকদল নেতা শহর কৃষকদলের যুগ্ম আহবায়ক রমজান আলী, সদস্য সাইফুল ইসলাম, সহিদুল ইসলাম পিন্টু, নাজিম উদ্দিন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন