মঙ্গলবার, ডিসেম্বর ০২, ২০১৪

প্রকাশ্যে ঘুরছে হামলাকারীদ্বয়

বালিয়াকান্দি উপজেলা সহকারী প্রকৌশলীসহ ৪জন  লাঞ্ছিত ও লেভেলিং মেশিন ভাংচুরের ঘটনায় মামলা হয়নি


রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সহকারী প্রকৌশলীসহ ৪জনকে লাঞ্ছিত ও লেভেলিং মেশিন ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার বিকালে সরকারী কাজে বাধা দানের ঘটনায় বালিয়াকান্দি থানায় ২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়েরের ৫দিন অতিবাহিত হলেও নিয়মিত মামলা রেকর্ড হয়নি। জানাগেছে, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাকুর নওপাড়া  পানি সম্পদ ব্যবস্থাপনা সমিতির অর্ন্তগত ঠাকুর নওপাড়া খালে মাটি পরিমাপের জন্য গত ২৫ নভেম্বর বালিয়াকান্দি উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, নির্মান তদারককারী পলি আক্তার, সার্ভেয়ার মোঃ আনোয়ারুজ্জামান, কার্যসহকারী হাফেজ জামাল উদ্দীন লেভেলিং মেশিনসহ প্রকল্প স্থানে যান। প্রকল্পস্থলে জরীপ কাজ চলাকালীন সময়ে ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের লোকমান শেখের ছেলে আহম্মদ আলী ও একই গ্রামের আকবর আলী মন্ডলের ছেলে সাহেব আলী মন্ডল এসে সরকারী উন্নয়নমুলক কাজের বাধা সৃষ্টিসহ লেভেলিং মেশিন ভেঙ্গে ৩লক্ষাধিক টাকার ক্ষতি সাধন
করে। গালিগালাজসহ সরকারী কাজে বাধা দেওয়া ও সরকারী কর্মকর্তাদের শারিরীকভাবে লাঞ্ছিত এবং সরকারী সম্পদ নষ্ট করে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রকৌশলী শাহ মোঃ আব্দুল ওয়াদুদ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগ দায়েরের ৫দিন অতিবাহিত হলেও বালিয়াকান্দি থানায় কোন নিয়মিত মামলা হয়নি।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন