মঙ্গলবার, ডিসেম্বর ০২, ২০১৪

বালিয়াকান্দির নারুয়ায় দু’দ্রুপের সংঘর্ষে আহত ৭

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামে সোমবার সকালে জমিজমা সংক্রান্ত পুর্ব বিরোধের জের ধরে দু,গ্র“পের সংঘর্ষে ৭জন আহত হয়েছে। আহতরা হলেন, নারুয়া গ্রামের বিন কাশেমের ছেলে মিঠু (৪০), ইয়ারউদ্দিন মুন্সীর ছেলে রফিক মুন্সী (৬৫), আজিজ মুন্সীর ছেলে লতিফ মুন্সী (৪০), আঃ সালাম মুন্সী (৩০), লতিফ মুন্সীর ছেলে অনিক মুন্সী (১০), সুজিত মুন্সীর স্ত্রী সাজেদা বেগম (৪০), সেলিনা বেগম (৩৫)। আহতদেরকে বালিয়াকান্দি ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রফিক মুন্সী জানান, নেপাল শেখের কাছ থেকে ক্রয়কৃত বাড়ীসহ এক একর জমি আমরা ভোগদখল করে আসছি। বিএস রেকর্ড অনুযায়ী উক্ত জমি বিন কাশেমের নামে রেকর্ড আছে। সোমবার সকালে নজরুল , জহুরুল, মাহাতাব, হোসেন আলী, নুরু বাড়ীর উপর গিয়ে গাছ কেটে জমি দখল করার চেষ্টা করে। এতে বাধা দিলে মারপিট করে আহত করে। বিন কাশেমের ছেলে মিঠু জানান, আমাদের রেকর্ডিয় সম্পত্তিতে বাশ কাটতে গেলে অনিক পিছন থেকে এসে মাথায় কুপিয়ে
রক্তাক্ত জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে। এব্যাপারে বালিয়াকান্দি থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন