বুধবার, ডিসেম্বর ২৪, ২০১৪

কুষ্টিয়ায় কৃষকদলের স্মারকলিপি প্রদান

ফসলের ন্যায্যমূল্যের দাবীতে এবং সার বীজ ডিজেল কীটনাশকসহ  কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে

স্টাফ রিপোর্টার : কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের দাবীতে এবং সার, বীজ, ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয়তাবাদী কৃষকদল কুষ্টিয়া জেলা শাখা।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা কৃষকদলের আহবায়ক এস এম গোলাম কবির’র নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এসে অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌসের নিকট এ স্মারকলিপিটি প্রদান করেন।
এদিকে স্মারকলিপি দেওয়ার পূর্বে জেলা বিএনপির কার্যালয়ে কৃষক নেতৃবৃন্দর উদ্যেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রিয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
স্মারকলিপিতে উলেখ্য করা হয়েছে, জিয়াউর রহমান ও বেগম জিয়া ক্ষমতায়
থাকাকালীন সময়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। আর বর্তমান সরকার সার, বীজ, ডিজেল, বিদ্যুৎ ও কীটনাশকসহ সকল কৃষি উপকরণের মূল্য দফায় দফায় বৃদ্ধি করছে। এর ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। আবার কৃষকরা উৎপাদিত ফসলেরও ন্যায্য মূল্য পাচ্ছে না। ফলে কৃষকরা নানা ভাবে বঞ্চিত হচ্ছে। এছাড়াও স্মারকলিপিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হওয়ারও নিন্দা জানানো হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও মিরপুর থানা কৃষকদলের সভাপতি আনসার আলী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, শহর কৃষকদলের আহবায়ক বাবলা আমিন চৌধুরী, মিরপুর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাদশা, কুমারখালী থানা কৃষকদল সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ইবাদত আলী, মিরপুর থানা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সাবু আক্তার, শহর কৃষকদলের আহবায়ক রমজান আলী, মিরপুর থানা কৃষকদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, কৃষক নেতা মোকারম হোসেন মোকা, আমিরুল, শহর কৃষকদল নেতা সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, মহন আলী, মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, ছাত্র নেতা খায়রুজ্জামান, যুব নেতা রিসান, ফজলুর রহমান, কৃষকনেতা পলাশ, প্রিন্স, সুরুজ, কুষ্টিয়া শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সহসভাপতি সামিউল আজিম সনি, রাজিব হোসেন, নিয়ামত উল্লাহ খান, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ দিবস, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম অনিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন