রবিবার, জানুয়ারী ০৪, ২০১৫

কুষ্টিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কীর র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত


ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের হানিফনগর এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দরা। পরে সেখানে সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্ত্তুজা খসরুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপ-কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শেখ হাসান মেহেদী। এসময় তিনি বলেন, আগামী ৫ জানুয়ারি আমরা গণতন্ত্রের বিজয় দিবস পালন করব। আর বিএনপি ওই দিন কালো দিবসের কর্মসূচি দিয়েছে। আসলে তারা একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেবো না।’ সেদিন সকাল থেকে কুষ্টিয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের মাঠে থাকার ঘোষনা দেন। জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক হাবিুবর রহমান হাবি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তারুজ্জামান লাবু, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, সদর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল আহম্মেদ, সাধারন সম্পাদক সাদ আহম্মেদ ও ইবি ছাত্রলীগের নেতা হিরন এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এসময় জেলার বিভিন্ন উপজেলার ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন