রবিবার, জানুয়ারী ০৪, ২০১৫

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে আহত ৮

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের থানা মোড় এলাকায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি মেহেদী হাসানসহ ৮জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে
এমপি আলী আজগার টগর গ্রুপের কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ ৪-৫ জন শহরের থানা মোড়ে গল্প করছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন গ্রুপের যুবলীগ নেতা সবুজ ও শহিদুল ইসলামসহ ৭-৮জন তাদের উপর অতর্কিত হামলা করে। এর জের ধরে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান (২৪), কর্মী তুষার (২৬), অমিত (২৫), পল্লব (২৭), যুবলীগ কর্মী সবুজ (৩০), শহিদুল ইসলাম (২৫), শাওন (২২)সহ ৮ জন গুরুতর আহত হয়।আহতদেরকে স্থানীয় ক্লিনিক, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মেহেদী হাসানের অবস্থা আশঙ্কাজনক।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন