শুক্রবার, জানুয়ারী ১৮, ২০১৩

ইবি ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতা কর্মিদের শয্যাপাশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী

ছাত্রলীগের ক্যাডাররা শিক্ষাঙ্গনে অস্ত্রবাজী সন্ত্রাস বোমাবাজি করছে

আব্দুম মুনিব : প্রশাসনের ছত্রছায়ায় ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আহত বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মিদের দেখতে গতকাল দুপুর ৩ টায় হরিনারায়নপুরের একটি ক্লিনিকে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এসময় তিনি ছাত্রলীগের হামলায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম, ফারুক আহমেদ, আনিসুল ইসলাম, তুহিন আলী। যুগ্ন সম্পাদক সাব্বির আহমেদ, সিরাজুল ইসলাম, সোহান, রন্জু আলী, জাহাংগীর, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল, ক্রিড়া সম্পাদক রিংকু আলী, প্রচার সম্পাদক সোহরাব, তথ্য ও গবেষনা সম্পাদক মিশুক ফয়সাল, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ রাজু, সদস্য মিজান, রাজিবুল, সাইদুল, আজিজুল, লাইফ খান, হানিফ, রাসেল, রফি, সাজ্জাদসহ অন্যান্য কর্মিদের শয্যাপাশে যান এবং

কুষ্টিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে উদ্যোগ আছে তবে সেটা কোথায় হবে সিন্ধান্ত হয়নি
আব্দুম মুনিব : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শিলাইদহ ব্যতিত অন্য স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে উদ্যোগ আছে তবে এ বিষয়ে কোন সিন্ধান্ত হয়নি। তবে কোন সিন্ধান্ত নেয়ার আগে সেখানকার ইতিহাস দেখা উচিৎ। তিনি বলেন, অসংখ্য মানুষ বিশ্ব কবির স্বৃতি বিজরিত শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উপযুক্ত স্থান মনে করে সুতরাং সেই জায়গাটাতো এখনও ক্ষয় হয়ে যায়নি। এটা নিয়ে এখনই হৈ চৈ করার কিছু নেই। তিনি বলেন, এর বেশি কিছু বলতে পারবো না কারণ এটি আমার বিষয় নয়। গতকাল বিকালে রবীন্দ্রনাথের নোবেল বিজয়ীর শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়া সার্কিট হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় তার সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন উপস্থিত ছিলেন।

কুমারখালীতে ৩০ বছর ধরে রেল কোয়ার্টার দখল করে চলছে আওয়ামী লীগের অফিস

দখলকৃত কোয়ার্টারের বাইরে আওয়ামী লীগের দলীয়
এবং একপাশে তরুন স্মৃতি সংঘের সাইনবোর্ড।
অফিসের ভিতরে বঙ্গবন্ধু ও দলীয় প্রধানের ছবি।
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলার কুমারখালীর চড়াইকোল রেল স্টেশনের সরকারী কোয়ার্টার দখল করে প্রায় ৩০ বছর ধরে চলছে আওয়ামী লীগের দলীয় অফিসের কার্যক্রম। তথ্যানুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ নেতা মরহুম সাংসদ আবুল হোসেন তরুন ১৯৮৫ সালে রেল কোয়ার্টারটি দখল করে নন্দলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উদ্বোধন করেন। তার ইন্তেকালের পর ১৯৯৮ সালে অফিসের পেছন দিকে ‘তরুন স্মৃতি সংঘ’র সাইনবোর্ড ঝুলানো হয়, যা কোন দিক দিয়েই লোক জনের চোখে পড়তো না। সাইনবোর্ড পেছনের দিকে থাকলেও সেখানে ওপেন সিক্রেট ভাবেই চলছিল আওয়ামী লীগের দলীয় কার্যক্রম। সম্প্রতি তিন সপ্তাহ আগে অনেকটা ঢাকঢোল পিটিয়ে নতুন করে উদ্বোধন হোলো অফিসটি। আওয়ামী লীগের থানা সভাপতি আব্দুল মান্নান খান ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুনসহ থানা আওয়ামী লীগের পোর্টফোলিওধারী অন্যান্য নেতৃবৃন্দ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অফিস পূনউদ্বোধনের কাজ সম্পন্ন করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয়নেত্রী শেখ হাসিনার ছবি এবং নৌকা প্রতীক সম্বলিত ‘তরুন স্মৃতি সংঘ’ ও ‘বাংলাদেশ আওয়ামী লীগ নন্দলালপুর ইউনিয়নের প্রধান কার্যালয়’র দু’টি সাইনবোর্ড পাশাপাশি মহাসড়কের দিকে ঝুলিয়ে দেয়া হয়। এতদিন কিছুটা রাখঢাক থাকলেও রেলের সরকারী কোয়ার্টার দখল করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় অফিস এখন চলছে প্রকাশ্যে ধুমধাম সহকারে। এর মাত্র ৪শ’ গজ দূরেই রয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের জাফর গ্র“পের অপর একটি অফিস, সেটা গড়ে উঠেছে সড়ক বিভাগের জমি দখল করে। জানা যায়, প্রথম মুসলমান বাঙ্গালী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের স্মৃতি বিজড়িত চড়াইকোল স্টেশনটি দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দু’টি লোকাল ট্রেন এখানে থামলেও টিকেট বিক্রির ব্যাবস্থা নেই। স্থানীয় এক ভাড়াটেকে দিয়ে চালানো হচ্ছে ঘন্টা পেটানোর কাজ। স্টেশন মাস্টারসহ রেলের সকল কর্মকর্তা-কর্মচারীকে এখান থেকে ডেপুটেশনে পাঠানোর ফলে স্টেশনের সমস্ত স্থাপনা সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় আছে। স্টেশনের প্লাটফর্ম ও যাত্রি ছাউনি দখল করে প্রতি বুধবার নিয়মিত বসছে পুরাতন সাইকেলের হাট। রেল কর্মকর্তা-কর্মচারিদের জন্য বরাদ্দকৃত ৪ টি কোয়ারর্টারই এখন ক্ষমতাসীন প্রভাবশালীদের দখলে। স্থাপনা ছাড়াও ইতোমধ্যে অবৈধভাবে দখল হয়ে গেছে চড়াইকোল স্টেশনের জমির একটি বিরাট অংশ। ক্ষমতাসীন দলের নেতা-কর্মিরাই রেলের সম্পত্তি ভোগ দখল চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। চুরি হয়ে যাচ্ছে স্টেশনের দরজা-জানলা ও লৌহ সামগ্রী। স্টেশন সংলগ্ন রেলের জমিতে প্রতি বুধবার বসে অবৈধ পশুহাট। একই কায়দায় মাস্তানরা ভোগদখল করছে কুমারখালি স্টেশনের চারটি কোয়ার্টার ও প্রচুর পরিমান জমি। এ বিষয়ে ইতোপূর্বে পত্রিকান্তরে একাধিকবার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও কুম্ভকর্ণ কর্তৃপক্ষের ঘুম ভাঙছে না। এভাবে রেল স্থাপনা দখল হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সুধিসমাজ। সরকারী কোয়ার্টার দখল করে দলীয় অফিস ও ক্লাব বানানোর বৈধতা সম্পর্কে জানতে চাওয়া হলে নন্দলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি টিপু সুলতান বলেন, মরহুম সাংসদ আবুল হোসেন তরুনের স্মৃতি রক্ষার্থেই আমাদের যাবতীয় কার্যক্রম।

নোবেল প্রাপ্তির শতবর্ষে শিলাইদহে দুই বাংলার মিলন মেলা

কুদরতে খোদা সবুজ : কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির শতবর্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে দুই বাংলার মিলন মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সংগঠন অতন্দ্র একাত্তর ও ভারতের ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং বাংলা একাডেমীর যৌথ উদ্যোগে 'গীতাঞ্জলি ১০০' শিরোনামে বাংলাদেশে দু-দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং কুঠিবাড়ি প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা উৎসব ও বইমেলা অনুষ্ঠান। ১৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪ টায় কুষ্টিয়া সার্কিট হাউজে অতন্দ্র একাত্তর ও ফ্রেন্ডস অব বাংলাদেশ'র যৌথ সংবাদ সম্মেলন সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন, অতন্দ্র একাত্তর'র আহ্বায়ক বেলাল চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সদস্য সচিব মুজতবা আহমেদ মুরশেদ, যুগ্ম-সচিব জয়ন্ত আচার্য, সদস্য কবি হাবিবুল্লাহ সিরাজী, ভারতের

দৌলতপুরে কৃষি ঋণের ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াত দালাল চক্র

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর কৃষি ব্যাংক (তারাগুনিয়া) শাখা থেকে কৃষি ঋণের নামে জাল ও ভুয়া দলিলের মাধ্যমে ঋণ দেখিয়ে প্রায় ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ঐ ব্যাংকের কিছু কর্মকর্তা কর্মচারী ও দালাল জালিয়াত চক্র। এমনকি পাগলের নামেও ঋণ উত্তোলন করেছে চক্রটি। এ কাজে ব্যাংকের কিছু কর্মকর্তা কর্মচারী সরাসরি জড়িত থাকার ফলে ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কিছু বলতে সাহস পাচ্ছেনা। যার ফলে প্রকৃত কৃষক ঋণ প্রপ্তিতে পোহাচ্ছে ভোগান্তি। অনুসন্ধানে জানাগেছে ২০১২ সালের ৩১ ডিসের পর্যন্ত কৃষি ব্যাংক দৌলতপুর শাখায় প্রায় ৪২ কোটি ৪৬ লক্ষ ৩১ হাজার টাকা বিভিন্ন ঋণ অনাদায়ী হয়ে পড়েছে। এর মধ্যে ২৫ কোটি ৬৮ লক্ষ ২ হাজার টাকার কৃষিঋণ। কৃষি ব্যাংকের এই শাখায় জমি জমা বা স্থাপনার ভুয়া দলিল পত্র মর্টগেজ দেখিয়ে জালিয়াত চক্র প্রায় প্রতিদিনই ব্যাংক ঋণ নিচ্ছে। যে কারণে অনাদায়ী ঋণের পরিমান আরো বেড়ে যাবে বলে সংশ্লিষ্ট অনেকে মনে করছেন। যে সব জায়গা বা স্থাপনার দলিল মর্টগেজ নেওয়া হয়েছে সে সব স্থানে সংশিষ্ট ব্যাংকের নিকট

আজ শুক্রবার ভেড়ামারা প্রেস ক্লাবের সাবেক যুগ্ন সম্পাদক ব ম সরোয়ার’র ৯ম মৃত্যু বার্ষিকী

ভেড়ামারা প্রতিনিধি : আজ ১৮ জানুয়ারী’১৩ রোজ শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার ও প্রবীণ সাংবাদিক ডাঃ এ.কে.এম কাওছার হোসেন ও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েলে’র ভাই ও ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক যুগ্ন সম্পাদক মরহুম ব ম সরোয়ারের ৯ম মৃত্যু বার্ষিকী। মৃত্যু বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচী নিয়েছে। শুক্রবার ফজরের নামাজের পর ভেড়ামারা ফারাকপুর গোরস্থানে কবর জিয়ারত, গার্লস্ স্কুল পাড়াস্থ হালিম ম্যানশনে কোরআন খানী, মিলাদ মাহফিল, মসজিদ গুলিতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মরহুম ব ম সরোয়ারে’র পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।

বৃহস্পতিবার, জানুয়ারী ১৭, ২০১৩

সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে পরিমল থিয়েটারের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান

সিরাজুম সালেকীন : কুষ্টিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিমল থিয়েটারের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনবার্সন সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল জেলা বিএনপির কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, পরিমল থিয়েটারের সভাপতি শেখ সানোয়ার উদ্দিন রিন্টু, সাধারন সম্পাদক শেখ আবু তাহের, সহ-সভাপতি আব্দুস সামাদ, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী এনামূল হক আসাদ, যুগ্ন সম্পাদক খন্দ. সাজেদুর রহমান বাবলু, পরিমলের নির্বাহী গাজী গোলজার হোসেন, জিল্লুর রহিম মাষ্টার, রইচ উদ্দিন মিজু, সদস্য শ্যামল। এছাড়াও উপস্থিত ছিলেন, কৃষকদল নেতা মোকারম হোসেন মোকা, শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, ছাত্র নেতা আশরাফুল ইসলাম অনিক প্রমুখ। সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিমল নাট্য সমিতির বর্তমান পরিচালক