মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৩

আজ সৈয়দ মেহেদী আহমেদ রুমীর ৬০ তম জন্মদিন

ষ্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর আজ ৬০ তম জন্মদিন।১৯৫৩ সালের এই দিনে কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুড়ে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। বর্ণঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কুষ্টিয়ার সর্বজন শ্রদ্ধেয় সাবেক সংসদ সদস্য ও জেলা উন্নয়ন সমন্নয়কারী সৈয়দ মাছ-উদ রুমীর ৫ম পুত্র সৈয়দ মেহেদী আহমেদ রুমী। পারিবারিক ভাবেই রাজনৈতিক পরিবেশের মধ্যদিয়ে বেড়ে উঠেন। রাজনীতির শুরুতে মজলুম জননেতা মওলানা ভাসানীর অনুসারী হিসাবে ছাত্র জীবনে বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে কুষ্টিয়া জেলা যুবদলের আহ্বায়ক মনোনিত করেন। পরবর্তিতে ১৯৭৯ সালে জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি হিসাবে আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে নেতৃত্ব প্রদান করে যাচ্ছেন।খুলনা বিভাগের বিএনপির অন্যতম এই নেতা জাতীয় সংসদ দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনের মানুষের প্রতিনিধিত্ব করেছেন এবং জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির চেয়ারম্যানের দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

জেলা তাঁতীদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শত শত দুর্নীতির জনগণ দাঁতভাঙা জবাব দেবে

.....সৈয়দ মেহেদী আহমেদ রুমী

আব্দুম মুনিব : আগামী ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রতিনিধি সম্মেলন ও ২৯ সেপ্টেম্বর খুলনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে জেলা তাতীদলের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সভায় সভাপত্বিত করেন জেলা তাতীদলের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় নেতা কর্মিদের উদ্যেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, সরকার ভিন্ন লেবাসে একদলীয় শাসন বাকশাল কায়েম করতে চায়। কিন্তু নির্দলীয় সরকার ছাড়া জনগণ কোনও নির্বাচন মেনে নেবে না। কর্মীদের আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানতে সরকারকে বাধ্য করতে হবে।তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে শেয়ার বাজারের দুর্নীতি, ডেসটিনি কিংবা পদ্মা সেতুর দুর্নীতি এ রকম শত শত

দৌলতপুর হাসপাতালে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যহত

 দৌলতপুর সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। উপজেলার ৫০ শয্যার হাসপাতালটিতে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, ঔষধ সংকট, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন সহ প্রয়োজনীয় ৩৪ জন চিকিৎসকের স্থলে মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে নামে মাত্র চলছে দৌলতপুর উপজেলার প্রায় ৭ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা। ফলে প্রতিদিন শতশত রোগী চিকিৎসা নিতে এসে সঠিক চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। ভারপ্রাপ্ত আরএমও ডাঃ নাজিম উদ্দিন জানালেন, হাসপাতালের দৈনন্দিন কাজ, মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীমের মাতৃসেবা ও সিজার, ইনডোর, আউটডোরের দিবারাত্রি দায়িত্বপালন মাত্র ৩ জন ডাক্তার দিয়ে অসম্ভব।  প্রাপ্ত তথ্যে জানাগেছে, ৫০ শয্যার এই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) সহ ২০ জন এবং উপজেলার ১৪ টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ১৪ জন সহ সর্বমোট ৩৪ জন চিকিৎসকের পদ রয়েছে। চলতি মাসের শুরুতে জুনিয়র কনসাল্টেন্ট (গাইনী) ডাঃ সফর আলী ও সানিয়া সুলতানাকে বদলি করায় বর্তমানে টিএইচএ সহ মাত্র ৪ জন চিকিৎসক এখানে কর্মরত আছেন। আর ১৪ টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসক শুণ্য অবস্থায় পড়ে আছে। ফলে, এ উপজেলার প্রায় ৭ লক্ষাধিক মানুষ সরকারের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। শুধুমাত্র জরুরী বিভাগে সামান্য কাটাছেড়া রোগীর সেবা দেওয়া ছাড়া অন্যান্য চিকিৎসা নিতে আসা রোগীদের ভাগ্য ভাল হলে হয়ত কোন চিকিৎসকের দর্শন মিলে। কেননা ডাক্তার সংকটের কারণে বর্হিবিভাগে সকাল ৯ টার পরিবর্তে বেলা ১২ টার আগে কোন ডাক্তার পাওয়া যায়না। তাছাড়া সামান্য জটিলতা দেখা দিলে চিকিৎসকের অভাবে মেডিকেল এ্যাসিস্টেন্টর

ভিসি-প্রোভিসি অফিসে তালা ॥ ট্রেজারার লাঞ্ছিত

ইবিতে চাকুরি প্রত্যাশী বহিরাগত ছাত্রলীগ ক্যাডারদের তান্ডব

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবারো চাকরি প্রত্যাশি বহিরাগত ছাত্রলীগ ক্যাডাররা ধক্ষংশযজ্ঞ শুরু করেছে। গতকাল দিনভর বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারসহ প্রশাসন ভবনের প্রত্যেকটি দপ্তরে চাকরির দাবিতে তালা ঝুলিয়ে দিয়ে নৈরাজ্য চালিয়েছে তারা। একই সময়ে এসকল বহিরগত একাধিক দপ্তরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্বে থাকা ট্রেজারারকে শারিরীক ভাবে লাঞ্ছিত করলেও প্রশাসন নিরবে হজম করেছে চাকরি প্রত্যাশিদের মাস্তানি। বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রশাসন ভবন দীর্ঘ তিন ঘন্টা বহিরাগতদের দখলে থাকলেও পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। এনিয়ে ক্ষোভ ও বিষ্ময় প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০টার দিকে চাকরি প্রত্যাশি বহিরাগত ছাত্রলীগ ক্যাডার আশিকুর রহমান জাপান, তৈফিকুর রহমান হিটলার, মাহমুদ হাসান লেনিন, টিটু, কাশেম, সাইফুল, মিজুর নেতৃত্বে ২৫/৩০ জন চাকরি প্রত্যাশি বহিরাগত ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেনের কার্যাল

কুমারখালী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে ২০১৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক এবং বিএসএস-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১ টায় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে কুমারখালী-খোকসার এমপি বেগম সুলতানা তরুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পিয়ার মোহাম্মদ ঠান্টু বিশ্বাসের সভাপতিত্বে সাবেক পাবলিক প্রসিকিউটর কুষ্টিয়া জর্জ কোর্ট মিয়া মোহাম্মদ রেজাউল বিশেষ অতিথি ছাড়াও কলেজের অধ্যক্ষ আলহাজ্ব

কুষ্টিয়ার পোড়াদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাসহ জামায়াতের আটক শীর্ষ নেতৃবৃন্দ ও ১৮ দলের নেতা-কর্মী এবং আলেমদের মুক্তির দাবীতে এবং দেশে সরকারের নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুষ্টিয়ার পোড়াদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি আইলচারা পশুহাট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোড়াদহ তমালতলা বাজারে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জিলা কর্মপরিষদ সদস্য,শহর আমীর

ভেড়ামারায় কম্পিউটার শিক্ষক প্রিন্সের অনৈতিক সর্ম্পকের কারনে সাময়িক বরখান্ত

হাওয়া ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক (সহকারী শিক্ষক ইনডেক্র নং-১৮৬১৮) মিজানুর রহমান প্রিন্সের অনৈতিক সর্ম্পকের কারনে সাময়িক বরখান্ত হয়েছে। অভিভাবক এলাকাবাসী ছাত্র-ছাত্রীবৃন্দরা সুষ্ঠ বিচার দাবী করেছে। মিজানুর রহমান প্রিন্স সাময়িক বরখান্ত হওযায় এলাকায় মিষ্টি বিতরন করেন।জানা যায়, উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মিজানুর রহমান প্রিন্স তার বিদ্যালয়ের ছাত্রীদের সাথে অনৈতিক সর্ম্পক গড়ে তুলে। একাধিক ছাত্রীর সাথে সে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনৈতিক সর্ম্পক গড়ে তুলে। ছাত্রীরা লজ্ঞায় মুখ খুলতে সাহস পায়না। কুরুচি পূর্ণ প্রশ্নের মুখে ভূক্তভূগী কোন ছাত্রী আর মুখ খুলতে চায় না বিচারকদের কাছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার অপকর্মের চিত্র ধারণ করে পোষ্টার সম্বলিত কম্পিউটার শিক্ষক প্রিন্স এর আপত্তিকর ছবি সহ পোষ্টার আকারে এলাকায় দেওয়ালে দেওয়ালে প্রদর্শিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে স্কুল পরিচালনা পর্ষদ মিজানুর রহমান প্রিন্স ছাত্রীদের সাথে অনৈতিক সর্ম্পকের কারনে তাকে সাময়িক বরখান্ত করেন। কম্পিউটার শিক্ষক মিজানুর রহমান প্রিন্স প্রভাবশালী হওয়ায় সে স্কুল কমিটি কে