মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৩

আজ সৈয়দ মেহেদী আহমেদ রুমীর ৬০ তম জন্মদিন

ষ্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর আজ ৬০ তম জন্মদিন।১৯৫৩ সালের এই দিনে কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুড়ে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। বর্ণঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কুষ্টিয়ার সর্বজন শ্রদ্ধেয় সাবেক সংসদ সদস্য ও জেলা উন্নয়ন সমন্নয়কারী সৈয়দ মাছ-উদ রুমীর ৫ম পুত্র সৈয়দ মেহেদী আহমেদ রুমী। পারিবারিক ভাবেই রাজনৈতিক পরিবেশের মধ্যদিয়ে বেড়ে উঠেন। রাজনীতির শুরুতে মজলুম জননেতা মওলানা ভাসানীর অনুসারী হিসাবে ছাত্র জীবনে বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে কুষ্টিয়া জেলা যুবদলের আহ্বায়ক মনোনিত করেন। পরবর্তিতে ১৯৭৯ সালে জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি হিসাবে আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে নেতৃত্ব প্রদান করে যাচ্ছেন।খুলনা বিভাগের বিএনপির অন্যতম এই নেতা জাতীয় সংসদ দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনের মানুষের প্রতিনিধিত্ব করেছেন এবং জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির চেয়ারম্যানের দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন