মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৩

সিডও প্রশিক্ষণ সমাপ্ত

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া কর্তৃক আয়োজিত মানবাধিকার নারী সমাজের সদস্যদের তিন দিনের সিডও প্রশিক্ষণ মুক্তির প্রশিক্ষণ কক্ষে ২১ সেপ্টেম্বর শরু হয় । প্রশিক্ষণটির শুভ উদ্ভোধন করেন মুক্তির প্রকল্প সমন্বয়কারী জায়েদূল হক মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তির প্রশাসনিক সমন্বয়কারী শাহানা আক্তার। প্রশিক্ষণটি পরিচালনা করেন মানবাধিকার আইনজীবী পরিষদের সদস্য এ্যাড: মির আরসেদ আলি, মুক্তির পি এস গোলাম রব্বানী ও আসকের পিও শরিফ হোসেন চৌধুরী। প্রশিক্ষণে মানবাধিকার নারী সমাজের তৃনমূল পর্যায়ের ২৫ জন সদস্য অংশগ্রহন করেন। প্রশিক্ষণে অধিকার, মানবাধিকার, সমতা, সাম্য, জেন্ডার, সেক্স, পিতৃতন্ত্র, মৌলিক আধিকার, মৌলিক চাহিদ, মানবাধিকারের বৈশিষ্ট, সার্বজনীন মানবাধিকারের ঘোষনাপত্র, বৈষম্য ও সিডও সনদের বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন