মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৩

জেলা তাঁতীদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শত শত দুর্নীতির জনগণ দাঁতভাঙা জবাব দেবে

.....সৈয়দ মেহেদী আহমেদ রুমী

আব্দুম মুনিব : আগামী ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রতিনিধি সম্মেলন ও ২৯ সেপ্টেম্বর খুলনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে জেলা তাতীদলের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সভায় সভাপত্বিত করেন জেলা তাতীদলের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় নেতা কর্মিদের উদ্যেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, সরকার ভিন্ন লেবাসে একদলীয় শাসন বাকশাল কায়েম করতে চায়। কিন্তু নির্দলীয় সরকার ছাড়া জনগণ কোনও নির্বাচন মেনে নেবে না। কর্মীদের আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানতে সরকারকে বাধ্য করতে হবে।তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে শেয়ার বাজারের দুর্নীতি, ডেসটিনি কিংবা পদ্মা সেতুর দুর্নীতি এ রকম শত শত দুর্নীতির জনগণ দাঁতভাঙা জবাব দেবে। তিনি আগামী ২২ সেপ্টেম্বর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করার জন্য নেতাকর্মীদের আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান আল কাদেরী, জেলা তাতীদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ-সভাপতি আনিসুর রহমান লালু, কুমারখালী থানা তাতীদলের অঅহবায়ক হাজী মনোয়ার হোসেন, খোকসা তাতীদলের আহবায়ক শফিকুল ইসলাম, জেলা কৃষকদলের আহবায়ক এসএম গোলাম কবির, কুমারখালী থানা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক নুরুল ইসলাম আসাদ, যদুবয়রা তাতীদলের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সাত্তার, বুইমার থানা তাতীদলেরর সদস্য আব্দুল মতিন মোল্লা, কুমারখালী থ
ানা তাতীদলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, সদর থানার আহবায়ক আশরাফুল ইসলাম রাজ, পোরাদহ ইউপি আহবায়ক শাহিনুজ্জামান শহীন, কুমারখালী থানা তাতীদলের সদস্য নাসির উদ্দিন, রিপন শেখ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন