মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৩

মেহেরপুর জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন বলেছেন হামলা মামলা করে বিরোধীদলকে দমনকরা যাবে না।তিনি বলেন বিরোধী দলের বিরুদ্ধে হামলা মামলা যত বেশী হবে ততই আপনাদের পালাবার পথ থাকবে না। আমজাদ হোসেন সোমবার দুপুরে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে আগামী ২৯ সেপ্টেম্বর বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার খুলনা মহাসমাবেশ সফল করার লক্ষে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি ওই কথা বলেন।প্রধান বক্তার বক্তব্যে মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেন,পালাবার পথ পাবেন না,তাই বিরোধী দলের নেতা কর্মীদের নামে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দায়ের করছেন। আপনারা সাবধান হয়ে যান।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ব্নিপি’র সহসভাপতি আলমগীর খান ছাতু,আব্দুর রহমান,আব্দুল হালিম মোল্লা,জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক এমএক খাইর“ল বাশার,সদর উপজেলা ব্নিপি’র সভাপতি শহিদুল হক মাষ্টার,গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম,মুজিবনগর উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। সভায় জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন