মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৩

ভিসি-প্রোভিসি অফিসে তালা ॥ ট্রেজারার লাঞ্ছিত

ইবিতে চাকুরি প্রত্যাশী বহিরাগত ছাত্রলীগ ক্যাডারদের তান্ডব

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবারো চাকরি প্রত্যাশি বহিরাগত ছাত্রলীগ ক্যাডাররা ধক্ষংশযজ্ঞ শুরু করেছে। গতকাল দিনভর বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারসহ প্রশাসন ভবনের প্রত্যেকটি দপ্তরে চাকরির দাবিতে তালা ঝুলিয়ে দিয়ে নৈরাজ্য চালিয়েছে তারা। একই সময়ে এসকল বহিরগত একাধিক দপ্তরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্বে থাকা ট্রেজারারকে শারিরীক ভাবে লাঞ্ছিত করলেও প্রশাসন নিরবে হজম করেছে চাকরি প্রত্যাশিদের মাস্তানি। বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রশাসন ভবন দীর্ঘ তিন ঘন্টা বহিরাগতদের দখলে থাকলেও পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। এনিয়ে ক্ষোভ ও বিষ্ময় প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০টার দিকে চাকরি প্রত্যাশি বহিরাগত ছাত্রলীগ ক্যাডার আশিকুর রহমান জাপান, তৈফিকুর রহমান হিটলার, মাহমুদ হাসান লেনিন, টিটু, কাশেম, সাইফুল, মিজুর নেতৃত্বে ২৫/৩০ জন চাকরি প্রত্যাশি বহিরাগত ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেনের কার্যাল
য়ে যায়। কখন তাদের চাকরি দেওয়া হবে এনিয়ে তারা ট্রেজারারের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বহিরাগত এসকল ক্যাডার ট্রেজারারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে শারিরীক ভাবে লাঞ্ছিত করে এবং ট্রেজারারকে রুমের ভিতরে রেখে বাহির থেকে তালা লাগিয়ে দেয়। ভিসির অনুপস্থিতিতে সোমবার ট্রেজারার ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে ফিরে এসে তারা ভিসি প্রফেসর ড. আব্দূল হাকিম সরকার ও প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের কার্যালয়ে গিয়ে সেখানকার কর্মকর্তা-কর্মচারিদের ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়ে উভয় অফিসে তালা ঝুলিয়ে দেয়। এসময় প্রশাসন ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা নিরাপত্তার অভাবে কাজ ফেলে ক্যাম্পাস ত্যাগ করে। বেলা ১২টার দিকে বহিরাগত ক্যাডাররা গিয়ে বিশ্ববিদ্যালয়ের মেইনগেটে তালা ঝুলিয়ে দেয়।এদিকে ভাংচুর আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের সকল গাড়ি দ্বিতীয় গেট দিয়ে দ্রুত ক্যাম্পাস থেকে বের হয়ে পার্শ¦বর্তী মধুপুর বাজারে অবস্থান নেয়। আতঙ্কে সাধারন শিক্ষার্থীরা বাস ও ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। বেলা ১টার দিকে ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন ভিসি ও প্রো-ভিসি ক্যাম্পাসে ফিরলে তাদেরকে চাকরি দিবেন এমন প্রতিশ্র“তি দিলে বহিরাগত ছাত্রলীগ ক্যাডারার অবরোধ তুলে নেয়।বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রশাসন ভবনে বহিরাগত সন্ত্রাসীদের তান্ডবের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক সমিতি। উদ্বুত পরিস্থিতিতে শিক্ষক নেতারা গতকালের ভারপ্রাপ্ত ভিসি ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেনের সাথে সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে শিক্ষক নেতারা প্রশাসন ভবনে তালা দেওয়ার ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।এব্যপারে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নজিবুল হক বলেন-‘শিক্ষকদের উপর যে সকল সন্ত্রাসী দুই দফায় হামলা চালিয়েছে, তারাই আজ ভারপ্রাপ্ত ভিসিকে লাঞ্ছিত করেছে। ভিসি, প্রো-ভিসির কার্যালয়সহ পুরো প্রশাসন ভবনে তালা দিয়েছে। এসব সন্ত্রাসীদের প্রশাসন আস্কারা দেওয়ায় দিন দিন তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। শিক্ষকদের উপর হামলার বিচার হলে আজ এই দু:খজনক ঘটনা ঘটতো না বলে তিনি মন্তব্য করেন।এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আহবায়ক শামীম হোসেন খাঁন বলেন, “কিছু চাকরি প্রত্যাশী বহিরাগত ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্য প্রশাসন ভবনে তালা দিয়েছে। চাকরি প্রত্যাশিদের সাথে ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন তার কার্যালয় থেকে তাকে বের করে দেয়ার কথা স্বীকার করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসি ক্যাম্পাসে না থাকায় আমি আন্দোলনকারীদের থেকে সময় নিয়েছি। পরে তারা আশ্বাস পেয়ে তালা খুলে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসেছে।এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার বলেন, ‘প্রশাসনিক কাজে আমি ঢাকায় আছি। প্রশাসন ভবনে তালা লাগানোর বিষয়টি শুনেছি। চাকরি দেয়ার সুনির্দিষ্ট নিয়মনীতি আছে। সেভাবেই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে। ভাংচুর চালিয়ে ও অবরোধ করে চাকরি পাওয়া যায়না।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন