শুক্রবার, মার্চ ২১, ২০১৪

বন্ধু চুলা’র আয়োজনে কুষ্টিয়ায় র‌্যালী অনুষ্ঠিত

হাওয়া প্রতিবেদক ॥ দেশব্যাপী ৫ লাখ গ্রাহককে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী বন্ধু চুলা স্থাপন উপলক্ষে কুষ্টিয়া শহরে বৃহস্পতিবার র‌্যালী সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে। জি,আই, জেড/এস জেড কনসালটেন্সী সার্ভিস লিঃ তত্ত্বাবধানে পরিচালিত বন্ধু চুলা প্রকল্পটি সাধারণ মানুষের দোড় গোরায় পৌছে দিতে এ র‌্যালীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ৯ টায় সংস্থার কুষ্টিয়া জেলা কার্যালয় চৌড়হাস আদর্শ পাড়া থেকে র‌্যালীটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ীতে বনভোজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু চুলা প্রোগ্রামের বিভাগীয়

প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে

 ইবি মাস্টার্সের ছাত্রকে বহিরাগত সন্ত্রাসীদের মারধোর

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে মিজানুর রহমান নামে ইংরেজি বিভাগের মাস্টার্সের এক ছাত্রকে মারধোর করেছে বহিরাগত (জাসদ) ছাত্রলীগ ও অস্ত্রধারী সন্ত্রাসীরা। বহিরাগতদের হাত থেকে বাঁচতে মিজানুর রহমান দৌড়ে পালিয়ে ইবি থানায় আশ্রয় নেয়। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, বহিরাগত কিছু ছাত্রলীগ নমাধারী সন্ত্রাসীরা জাসদ ছাত্রলীগের নেতার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত মো. মিজানুর রহমান নামে এক ছাত্রের বন্ধুর বোনকে প্রায়ই উত্যক্ত করতো। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে মিজানুর রহমানের সাথে বহিরাগত ক্যাডার ও বিশ্ববিদ্যালয় জাসদ ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান পটলার সমর্থক বসির, বিপ্লব, সনাতন ও মামুনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বহিরাগত ক্যাডাররা মিজানুর রহমানকে মারধোর শুরু করে। পরে মিজানুর রহমান সেখান থেকে প্রাণ রক্ষার্থে দৌড়ে পালিয়ে যান এবং বিশ্ববিদ্যালয় থানায় আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় বহিরাগত ক্যাডাররা দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমানকে ধাওয়া করতে থাকে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাকে নিরাপদে থানা থেকে বের করে আনা হয়। মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী রেজিষ্ট্রার মনসুর রহমানের ছেলে ও বিশ্ববিদ্যালয় বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট। মিজানুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়–য়া আমার এক বন্ধুর বোনকে বহিরাগত কিছু ক্যাডার নিয়মিত উত্যক্ত করতো। আমি তাদেরকে এ ব্যাপারে বলতে গিয়েছিলাম। এতে তারা ক্ষুব্ধ হয়ে আমার উপর চড়াও হয় এবং ছুরি, চাকু নিয়ে আমাকে ধাওয়া করে।’

ইবিতে আন্তঃহল বিতর্কে বঙ্গবন্ধু হল চ্যাম্পিয়ন

রাশেদুন নবী রাশেদ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে শহীদ জিয়াউর রহমান হলকে পরাজিত করে তারা এ বিজয় অর্জন করে। ‘একুশ আমার অহংকার, যুক্তি মোদের হাতিয়ার’ সেøাগানকে ধারণ করে ইসলামিক ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি মাসব্যাপী এ প্রতিযোগীতার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিতর্কের চুড়ান্ত পর্ব (ফাইনাল) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বে ‘এই সংসদ মনে করে যে-‘বর্তমান বিশ্বে সামরিক আধিপত্যের চেয়ে অর্থনৈতিক আধিপত্যই বেশী সর্বগ্রাসী’ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সরকারী দল এবং শহীদ জিয়াউর রহমান হল বিরোধী দল হিসেবে বিতর্কে অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতার ছায়া সংসদের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন-

দৌলতপুরে জাসদ প্রার্থীর প্রচার মাইক ভাংচুর আহত ৩

আরিফুল ইসলাম, দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচনে জাসদ (ইনু) প্রার্থী শরিফুল কবীর স্বপনের প্রচার মাইক ভাংচুর করেছে দৌলতপুরের এমপি পুত্র কলিন্স ও তার ক্যাডাররা। এসময় তারা প্রচারকাজে নিয়োজিত এক দৃষ্টি প্রতিবন্দ্বি সহ ৩ জনকে হাতুড়ি পেটা করে এবং ব্যবহৃত সিএনজিটি ভাংচুর করেছে।দৌলতপুর উপজেলা জাসদের যুগ্ম আহবায়ক ও জাতীয় যুবজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরিফুল কবীর স্বপন জানান, বুধবার রাত পৌনে ৮ টার দিকে তার কাপ পিরিচ প্রতীকের একটি প্রচার মাইক ভুরকা এলাকা থেকে ফিলিপনগর এলাকায় ফিরছিল। সিএনজি টি কোলদিয়াড় পুর্বপাড়া নামক স্থানে পৌছালে দৌলতপুর আওয়ামীলীগের একাংশের নেতা ও দৌলতপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছেলে কলিন্স তার সহযোগী বাদশা মজনু সহ ২০/২৫ জন ক্যাডার সিএনজি এবং মাইক ভাংচুর করে এবং প্রচারকারী দৃষ্টি প্রতিবন্দ্বি রয়েল (৩৫) এনামূল (৩৮) ও সিএনজি চালক সেলিম (২৬) কে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করে। শরিফুল কবীর স্বপন আরো জানান, সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী তার

খোকসায় নকল করতে বাধা দেওয়ায় তিন শিক্ষকের উপর ছাত্রদের হামলা

খোকসা প্রতিনিধি : খোকসায় এসএসসি হিসাববিজ্ঞান পরীক্ষা চলাকালে নকল করতে বাধা দেওয়ায় তিন শিক্ষককে পিটিয়েছে ছাত্ররা। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি’র হিসাববিজ্ঞান পরীক্ষা চলাকালে শোমসপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের স্থানীয় বালিকা বিদ্যালয় ভেন্যুর ৫ নম্বর কক্ষের কয়েকজন পরীক্ষার্থী অবজেক্টটিভ পরীক্ষার উত্তরপত্র বদলের চেষ্টা করে। এ সময় কর্তব্যরত শিক্ষক শামসুল আলম ছাত্রদের নকল করতে বাধা দেয়। এ ঘটনার সূত্র ধরে বেলা আড়াইটার দিকে একদল ছাত্র শোমসপুর প্রাথমিক বিদ্যালয় মোড়ে শিক্ষক রেজাউল করিম, শামসুল আলম ও আনোয়ার হোসেনের উপর হামলা চালায়। স্থানীয় লোকজন শিক্ষকদের উদ্ধার করে। আহত সবাই ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা সবাই ৫ নম্বর হলে দায়িত্ব পালন করেছিল। এ ব্যাপারে

মানবাধিকার আইনজীবী পরিষদের ত্রৈ-মাসিক সভা

মানবাধিকার আইনজীবী পরিষদের ত্রৈ-মাসিক সভা এ্যাড: আ স ম আখতারুজ্জামানে মাসুমের সভাপতিত্বে দুপুর ২টা বারভবনে অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন এ্যাড:মুহ:হারুনর রশীদ। সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন এ্যাড:আব্দুল জলিল, এ্যাড:তরুন কুমার বিশ্বাস,এ্যাড:মীর আরশেদ আলী,এ্যাড:মর্জিনা খাতুন, এ্যাড:হাছিনা মাহমুদা সিদ্দিকা, এ্যাড:শামিমা আক্তার বন্যা, এ্যাড,দোস্ত মহম্মদ মির্জা, এ্যাড:মনজুরুল ইসলাম, এ্যাড:মিজানুর রহমান, এ্যাড:রাজীব রায়হান রন্জু। সভায় জেলা মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন ২০১৩ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় সিদ্ধান্ত গৃহিত হয় প্রতি মাসে লিগ্যাল ক্যাম্পে ২ জন করে এ্যাডভোকেট উপস্থিত থাকবেন। এই বিষয়ে একটি অগ্রিম পরিকলাপনা তৈরী করা হবে এবং তা প্রতিটি সদস্যদের কাছে প্রেরন করা হবে। বছর শেষে সিনিয়র সদস্য এবং বার এর সদস্যদের নিয়ে বড় একটি জনসভা করা হবে। সভাটি পরিচালনায় সহযোগিতা করেন মুক্তির প্রোগ্রাম সুপারভাইজার গোলাম রব্বানী এবং তারক নাথ কুন্ডু। প্রেস বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, মার্চ ২০, ২০১৪

অবৈধ স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে


কুমারখালী বিএনপি নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভায় মেহেদী রুমী


ষ্টাফ রিপোটার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণাবাসন সম্পাদক জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, দেশ বাচাতে লড়াই সংগ্রাম চলছে বর্তমান অবৈধ স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত ১৯ দলের আন্দোলন চলবে। তিনি বলেন, সরকার হামলা মিথ্যা মামলা জেল জুলুম দিয়ে বিএনপির আন্দোলন সংগ্রাম কে দমাতে পারবে না দেশের জনগন কে সাথে নিয়ে সমস্ত ষরযন্ত্র প্রতিহত করা হবে। তিনি অবিলম্বে তত্বাবধায়ক সরকার পূর্ণব্যবস্থার দাবী জানান আর তা না হলে, জনবিচ্ছিন আওয়ামী সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে পতন ঘটানো হবে। বুধবার দুপুরে কুমারখালীতে ত্বত্তাবধায়ক সরকার পূর্ণবহালসহ স্বৈরাচারী সরকার বিরোধী চলমান আন্দোলনকে আরো বেগবান করতে কুমারখালী বিএনপি নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দেয় সংবিধানে তো নাগরিক জীবনের নিরাপত্তার নিশ্চয়তার কথা বলা হয়েছে। কিন্তু এ সরকার রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে পাখির মত মানুষ হত্যা করছে।