মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৯, ২০১৩

ইবিতে সর্বাত্মক হরতাল পালিত

রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি : জামায়াতের ডাকা দেশ ব্যাপী সকাল সন্ধ্যা হরতালে গতকাল পুরোপুরি অচল হয়ে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়। হরতালের কারনে বিশ্ববিদ্যালয়ের কোন গাড়ী ক্যাম্পাসে না আসায় এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা আসেনি। ফলে খোলেনি কোন অফিস, হয়নি কোন বিভাগে ক্লাশ-পরীক্ষা। এক পর্যায়ে শিবির ও পুলিশের মুখোমুখি অবস্থানে ক্যাম্পাসের অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে চরম আতংক বিরাজ করে। জানা যায়,গতকাল জামায়াতের ডাকা দেশ ব্যাপী সকাল সন্ধ্যা হরতালের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ভাবে হরতাল পালিত হয়েছে। হরতালের ফলে বিশ্ববিদ্যালয়ের কোন গাড়ী ক্যাম্পাসে না আসায় এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিরার্থীরাও ক্যাম্পাসে আসেনি। ফলে খোলেনি কোন অফিস, হয়নি কোন বিভাগে ক্লাশ-পরীক্ষা। এদিকে সকাল থেকে ক্যাম্পাসে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ, বিজিবির সদস্যরা বিশ্বদ্যিালয়ের মেইন গেট অবেরাধ করে শক্ত অবস্থান নেয়। অপর দিকে শিবির সকাল ৯টায় মিছিল বের করতে গেলে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী বিজিবির সদস্যদের শক্ত অবস্থানে থাকায় কোন মিছিল বের করতে পারেনি। মিছিল করতে না দেয়ায় শিবিরের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীরা মেইন গেটের বিপরীতে তথা পুলিশের মুখেমুখি অবস্থানে ক্যাম্পাসের ডায়না চত্বর, মিলনায়তন, প্রতেকটি হলগেটে অবস্থান নেয়। শিবির ও পুলিশের এ মুখোমুখি অবস্থানে ক্যাম্পাসের অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন