সোমবার, ফেব্রুয়ারী ১১, ২০১৩

কালীপ্রতীমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো প্রথম পর্বের পূজা

মনিরুল ইসলাম মনি, খোকসা : সাড়ে পাঁচশত বছরের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী কালীপূজার প্রথম পর্বের পূজা শেষ হয়েছে জীববলি ও কালীপ্রতীমা বিসর্জনের মাধ্যমে। প্রতীমা বিসর্জনের দিনে লাখো ভক্তের ভিড় গড়াই নদীর তীরে।
শনিবার দিবাগত রাতে প্রথাগত রীতি অনুযায়ী জীববলির মধ্য দিয়ে কালীপূজার প্রথম পর্বের পূজা শুরু হয়। এসময় কালীপূজা মন্দির প্রাঙ্গণ পরিণত হয় লাখো ভক্ত ও দেশ-বিদেশ থেকে আগত পূর্ণাথীদের মিলনস্থলে। বলিকৃত পাঁঠা ও মহিষের মাংশ খেয়ে তৃপ্তিবোধ করে ভক্ত ও আপামর সনাতন হিন্দু ধর্মালম্বীরা। রবিবার বিকেল পর্যন্ত চলে ভারত উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম কালীপূজায় ভক্তদের আরাধনা। পরে সন্ধ্যা ৬ টায় খোকসা মহাশ্বসানের পিছনে গড়াই নদীতে কালী প্রতীমা বিসর্জনের মাধ্য শেষ হয় প্রথম পর্বের পূজা। এসময় অসংখ্য ভক্তদের চোখের জল পড়তে দেখা যায়। দ্বিতীয় পবের পূজা শুরু হবে আগামী রবিবার মাঘী ষষ্ঠীতে। চলবে দিনব্যাপী। কালীবাড়িপাড়ার নাট মন্দির সংলগ্ন রাজেশ রায় কর্মকার বলেন, কালীপূজা মানেই আমাদের এক অন্যরকম অনুভূতি। এ পূজাকে ঘিরে আমরা দেশ ও দশের কল্যাণে কালী মায়ের কাছে প্রার্থনা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন